জীবনখাতার হিসাব
জীবনখাতার হিসাব
সাইয়িদ রফিকুল হক
জীবনখাতার পৃষ্ঠাগুলো যাচ্ছে ভরে ব্যর্থতায়,
সমাজদেহ বাঁচবে কি আর মুষ্টিমেয়’র সততায়?
হাতবাড়ালেই দেখছি এখন মুখোশধারীর ছবি,
সমাজদেহ পচে গেছে—জন্মে তাইতে ভণ্ডকবি!
ভণ্ডগুলোর খাতির বেশি—পাচ্ছে তারা আদর!
ভালোমানুষ কারও কাছে হচ্ছে এখন বাঁদর।
অভিনয়ের কর্মশালা দেশজুড়ে যে পসার!
ভণ্ডগুলো অর্থজোরে তাইতে উড়ায় সসার।
জীবনখাতার পৃষ্ঠাগুলো হচ্ছে কেমন বিবর্ণ!
জালিমগুলোর স্পর্শে তাই ভেজাল হচ্ছে স্বর্ণ।
জীবদেহটা যাচ্ছে এখন ভীষণরকম টেনেটুনে,
এই সমাজে পাপের হিসাব দেখবে কে যে গুনে!
জীবনখাতার হিসাব দিতে হচ্ছে না কেউ রাজী,
এই জামানায় লোভআগুনে সবাই ধরে বাজি।
মানুষগুলো ভোগে ব্যস্ত—ভোগই এখন ধর্ম,
এই পাপীরা বুঝবে নাতো জীবনখাতার মর্ম।
সাইয়িদ রফিকুল হক
২৩/০৪/২০২০১
সাইয়িদ রফিকুল হক
জীবনখাতার পৃষ্ঠাগুলো যাচ্ছে ভরে ব্যর্থতায়,
সমাজদেহ বাঁচবে কি আর মুষ্টিমেয়’র সততায়?
হাতবাড়ালেই দেখছি এখন মুখোশধারীর ছবি,
সমাজদেহ পচে গেছে—জন্মে তাইতে ভণ্ডকবি!
ভণ্ডগুলোর খাতির বেশি—পাচ্ছে তারা আদর!
ভালোমানুষ কারও কাছে হচ্ছে এখন বাঁদর।
অভিনয়ের কর্মশালা দেশজুড়ে যে পসার!
ভণ্ডগুলো অর্থজোরে তাইতে উড়ায় সসার।
জীবনখাতার পৃষ্ঠাগুলো হচ্ছে কেমন বিবর্ণ!
জালিমগুলোর স্পর্শে তাই ভেজাল হচ্ছে স্বর্ণ।
জীবদেহটা যাচ্ছে এখন ভীষণরকম টেনেটুনে,
এই সমাজে পাপের হিসাব দেখবে কে যে গুনে!
জীবনখাতার হিসাব দিতে হচ্ছে না কেউ রাজী,
এই জামানায় লোভআগুনে সবাই ধরে বাজি।
মানুষগুলো ভোগে ব্যস্ত—ভোগই এখন ধর্ম,
এই পাপীরা বুঝবে নাতো জীবনখাতার মর্ম।
সাইয়িদ রফিকুল হক
২৩/০৪/২০২০১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বপন রোজারিও (মাইকেল) ২২/০৪/২০২০সমাজ ভন্ডামীতে ভরে গেছে। সত্যি বলেছেন।
-
কাজী জুবেরী মোস্তাক ২২/০৪/২০২০ভালো লাগলো
-
ফয়জুল মহী ২২/০৪/২০২০সুচিন্তিত প্রকাশ, ভালোই হয়েছে।
-
পি পি আলী আকবর ২২/০৪/২০২০ভালো
-
বিকাশ ২২/০৪/২০২০ভালো লাগার মতো হয়েছে।