কাজের প্রতিদান
কাজের প্রতিদান
সাইয়িদ রফিকুল হক
চক্ষু বুজে থেকো নাকো
ঘটবে বিরাট প্রলয়,
সাহস রেখে যাও এগিয়ে
করবে নাতো ভয়!
মানুষ হলে রাখবে তুমি
বুকে বিরাট বল,
তোমার কাজের প্রতিদানে
পাবে বিশাল ফল।
বিশ্বজুড়ে ঘটছে আজই
বিরাট প্রলয়কাণ্ড,
কঠিন রোগে শূন্য হবে
সবার আশার ভাণ্ড!
মানুষজনের মৃত্যু দেখে
কাঁদছে সবার মন,
সাধ্যমতো পাশে দাঁড়াও
হয়ে আপনজন।
মানবসেবায় মত্ত হলে
পাবে কাজের পুরস্কার,
বিশ্বমানব করবে তোমায়
হৃদয় থেকে নমস্কার।
সাইয়িদ রফিকুল হক
১৮/০৪/২০২০
সাইয়িদ রফিকুল হক
চক্ষু বুজে থেকো নাকো
ঘটবে বিরাট প্রলয়,
সাহস রেখে যাও এগিয়ে
করবে নাতো ভয়!
মানুষ হলে রাখবে তুমি
বুকে বিরাট বল,
তোমার কাজের প্রতিদানে
পাবে বিশাল ফল।
বিশ্বজুড়ে ঘটছে আজই
বিরাট প্রলয়কাণ্ড,
কঠিন রোগে শূন্য হবে
সবার আশার ভাণ্ড!
মানুষজনের মৃত্যু দেখে
কাঁদছে সবার মন,
সাধ্যমতো পাশে দাঁড়াও
হয়ে আপনজন।
মানবসেবায় মত্ত হলে
পাবে কাজের পুরস্কার,
বিশ্বমানব করবে তোমায়
হৃদয় থেকে নমস্কার।
সাইয়িদ রফিকুল হক
১৮/০৪/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃআব্দুল্লাহ্ আল মামুন ১৯/০৪/২০২০সুন্দর উপস্থাপনকরেছেন
-
শরিফুল ইসলাম (1990) ১৯/০৪/২০২০অপূর্ব
-
স্বপন রোজারিও (মাইকেল) ১৯/০৪/২০২০মনে বিশাল বল পেলাম।
-
সফিউল্লাহ আনসারী ১৯/০৪/২০২০Valo laglo
-
ফয়জুল মহী ১৮/০৪/২০২০Excellent