আমরা বেঁচে আছি কষ্টে
আমরা বেঁচে আছি কষ্টে
সাইয়িদ রফিকুল হক
মৃত্যুকে আজ ভয় করে খুব
আমরা বেঁচে আছি গর্তে,
কী যে এক ভয়ংকরী
ব্যাধি এলো আমাদেরই মর্ত্যে!
কারও সাথে কারও কোনো
নাই যে এখন যোগাযোগ,
দেখা-সাক্ষাৎ হলে নাকি
অতিদ্রুত বেড়ে যাবে এই রোগ!
আমরা এখন বেঁচে আছি
খুব যাতনায় অনেক কষ্টে,
বাধা পড়ে গেছি সবাই
গৃহকোণের আষ্টেপৃষ্টে!
মনটা বুঝি মরে গেছে
বেঁচে আছে শুধু দেহ,
চেয়ে দেখ মনমরা সব
ভালো নাই যে কেহ।
সাইয়িদ রফিকুল হক
১৭/০৪/২০২০
সাইয়িদ রফিকুল হক
মৃত্যুকে আজ ভয় করে খুব
আমরা বেঁচে আছি গর্তে,
কী যে এক ভয়ংকরী
ব্যাধি এলো আমাদেরই মর্ত্যে!
কারও সাথে কারও কোনো
নাই যে এখন যোগাযোগ,
দেখা-সাক্ষাৎ হলে নাকি
অতিদ্রুত বেড়ে যাবে এই রোগ!
আমরা এখন বেঁচে আছি
খুব যাতনায় অনেক কষ্টে,
বাধা পড়ে গেছি সবাই
গৃহকোণের আষ্টেপৃষ্টে!
মনটা বুঝি মরে গেছে
বেঁচে আছে শুধু দেহ,
চেয়ে দেখ মনমরা সব
ভালো নাই যে কেহ।
সাইয়িদ রফিকুল হক
১৭/০৪/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পবিত্র কুমার গাঙ্গুলী ১৭/০৪/২০২০ভালোই হয়েছে
-
স্বপন রোজারিও (মাইকেল) ১৭/০৪/২০২০গৃহবন্দি আমরা করোনার জন্য।
-
মশিউর ইসলাম (বিব্রত কবি) ১৭/০৪/২০২০অসম্ভব সুন্দর
-
ফয়জুল মহী ১৭/০৪/২০২০Excellent