জীবনপ্রভাতে
জীবনপ্রভাতে
সাইয়িদ রফিকুল হক
মনপাথরে হঠাৎ করে ফুটলো যেন ফুল,
কেমন করে আজ সকালে ভেঙে গেল
এতোদিনের ভুল!
মনআঙিনায় অনেক পরে পৌঁছুলো আজ
একটু আশার আলো,
জরাব্যাধি কেটে গেল একনিমিষে
সবকিছু আজ লাগে যে ভালো!
অনেক আশার সূর্য উঠলো
এতোদিনের ভুলমাড়িয়ে,
কে যেন গো গান শোনালো হাসিমুখে
নতুন ভোরে দু’হাত বাড়িয়ে!
পুরাতন ভুল কেমন করে বন্ধু তুমি
ভেঙে দিলে আপনহাতে,
অনেক আশায় নতুন সূর্য উঠলো যেন
আমারই জীবনপ্রভাতে!
সাইয়িদ রফিকুল হক
১৭/০৪/২০২০
সাইয়িদ রফিকুল হক
মনপাথরে হঠাৎ করে ফুটলো যেন ফুল,
কেমন করে আজ সকালে ভেঙে গেল
এতোদিনের ভুল!
মনআঙিনায় অনেক পরে পৌঁছুলো আজ
একটু আশার আলো,
জরাব্যাধি কেটে গেল একনিমিষে
সবকিছু আজ লাগে যে ভালো!
অনেক আশার সূর্য উঠলো
এতোদিনের ভুলমাড়িয়ে,
কে যেন গো গান শোনালো হাসিমুখে
নতুন ভোরে দু’হাত বাড়িয়ে!
পুরাতন ভুল কেমন করে বন্ধু তুমি
ভেঙে দিলে আপনহাতে,
অনেক আশায় নতুন সূর্য উঠলো যেন
আমারই জীবনপ্রভাতে!
সাইয়িদ রফিকুল হক
১৭/০৪/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মিলন সরকার রাকিব ১৯/০৪/২০২০সুন্দর লেখনি শুভকামনা রইলো।
-
স্বপন রোজারিও (মাইকেল) ১৮/০৪/২০২০জীবনের আলোকিত মুহুর্ত।
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১৮/০৪/২০২০ভালোই লিখেছেন প্রিয় কবি।
-
গাজী তারেক আজিজ ১৭/০৪/২০২০ভালো♥
-
ফয়জুল মহী ১৭/০৪/২০২০Beautiful pome
-
মশিউর ইসলাম (বিব্রত কবি) ১৭/০৪/২০২০নতুন সূর্য উঠবে অবশ্যই