বন্দি এখন খাঁচায়
বন্দি এখন খাঁচায়
সাইয়িদ রফিকুল হক
ইচ্ছেগুলো যাচ্ছে মরে
বন্দি এখন খাঁচায়,
একটুখানি কেউ ডাকে না
ভালোবাসার মাচায়!
বন্দি এখন অনেকজনই
বন্দি আছে স্বার্থে,
বাইরে গেলে জীবন যাবে
হয়তো কারও অনর্থে!
হঠাৎ করে বিশ্বজুড়ে
নামলো কালোমেঘ,
মহামারীর বইছে যে ঝড়
কমছে না তার বেগ!
ভালোবাসার একটা বিশ্ব
হচ্ছে এখন নিঃস্ব,
সবখানে যে পড়ছে চোখে
করুণ মৃত্যুর দৃশ্য!
ছোট্ট একটা ভাইরাসে আজ
খাচ্ছে জ্বালায় মহী,
এত লোকের করুণ মৃত্যু
কেমন করে সহি?
আবার কবে খুলতে পারবো
দরজা-জানলা সুখে,
আগের মতো ফুটবে হাসি
সব মানুষের মুখে!
ইচ্ছেগুলো বন্দি এখন
নিষেধাজ্ঞার জালে,
বেঁচে থাকার সংকল্পে আজ
চলছি সবাই তালে।
সাইয়িদ রফিকুল হক
১৫/০৪/২০২০
সাইয়িদ রফিকুল হক
ইচ্ছেগুলো যাচ্ছে মরে
বন্দি এখন খাঁচায়,
একটুখানি কেউ ডাকে না
ভালোবাসার মাচায়!
বন্দি এখন অনেকজনই
বন্দি আছে স্বার্থে,
বাইরে গেলে জীবন যাবে
হয়তো কারও অনর্থে!
হঠাৎ করে বিশ্বজুড়ে
নামলো কালোমেঘ,
মহামারীর বইছে যে ঝড়
কমছে না তার বেগ!
ভালোবাসার একটা বিশ্ব
হচ্ছে এখন নিঃস্ব,
সবখানে যে পড়ছে চোখে
করুণ মৃত্যুর দৃশ্য!
ছোট্ট একটা ভাইরাসে আজ
খাচ্ছে জ্বালায় মহী,
এত লোকের করুণ মৃত্যু
কেমন করে সহি?
আবার কবে খুলতে পারবো
দরজা-জানলা সুখে,
আগের মতো ফুটবে হাসি
সব মানুষের মুখে!
ইচ্ছেগুলো বন্দি এখন
নিষেধাজ্ঞার জালে,
বেঁচে থাকার সংকল্পে আজ
চলছি সবাই তালে।
সাইয়িদ রফিকুল হক
১৫/০৪/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
দীপজয় গাঙ্গুলী ১৪/০৫/২০২০ভালো লাগলো।
-
স্বপন রোজারিও (মাইকেল) ১৫/০৪/২০২০সুন্দর ছন্দের কবিতা। ধন্যবাদ।
-
গাজী তারেক আজিজ ১৫/০৪/২০২০বেশ ভালো
-
ফয়জুল মহী ১৫/০৪/২০২০পরিপক্ব ও পরিপাটি লেখা ।
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১৫/০৪/২০২০সুন্দর