মানুষগুলো কেমন যেন
মানুষগুলো কেমন যেন
সাইয়িদ রফিকুল হক
মানুষগুলো কেমন যেন
মানছে নাকো আইন!
করোনাতেও এই পশুদের
করতে হবে ফাইন?
রাস্তাঘাটে চলাফেরা
করছে পশু অবাধে,
মানুষজনের স্বার্থদেখা
নাই যে ওদের স্বভাবে।
এই পশুদের বন্দি করে
কমাও প্রকোপ রোগের,
নইলে সবাই তৈরি থেকো
কঠিনতর দুর্ভোগের।
দেশের মানুষ ভালো থাকুক
চায় না কিছু পাপী,
লকডাউনেও তারা সবাই
করছে চাপাচাপি!
মানুষগুলো কেমন যেন
বুঝতে চায় না ভালো,
ভালোকথায় এদের সবার
মুখটা হয় যে কালো!
সোজাকথায় কাজ না হলে
চালাও জোরে লাঠি,
দেখবে তখন ভণ্ডগুলো
আইন মেনে হবে পরিপাটি।
সাইয়িদ রফিকুল হক
১৪/০৪/২০২০
সাইয়িদ রফিকুল হক
মানুষগুলো কেমন যেন
মানছে নাকো আইন!
করোনাতেও এই পশুদের
করতে হবে ফাইন?
রাস্তাঘাটে চলাফেরা
করছে পশু অবাধে,
মানুষজনের স্বার্থদেখা
নাই যে ওদের স্বভাবে।
এই পশুদের বন্দি করে
কমাও প্রকোপ রোগের,
নইলে সবাই তৈরি থেকো
কঠিনতর দুর্ভোগের।
দেশের মানুষ ভালো থাকুক
চায় না কিছু পাপী,
লকডাউনেও তারা সবাই
করছে চাপাচাপি!
মানুষগুলো কেমন যেন
বুঝতে চায় না ভালো,
ভালোকথায় এদের সবার
মুখটা হয় যে কালো!
সোজাকথায় কাজ না হলে
চালাও জোরে লাঠি,
দেখবে তখন ভণ্ডগুলো
আইন মেনে হবে পরিপাটি।
সাইয়িদ রফিকুল হক
১৪/০৪/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বপন রোজারিও (মাইকেল) ১৫/০৪/২০২০আসলে মানুষদের ফাইন করতে হবে।
-
মোহন দাস (বিষাক্ত কবি) ১৪/০৪/২০২০খুব ভালো রচনা ।
-
সয়েল সেলিম হাসান ১৪/০৪/২০২০সচেতন মূলক কবিতা,,, ভালো
-
মোঃ হাবিবুল হক চয়ন (নিরব নির্বাসন) ১৪/০৪/২০২০সুন্দর লেখা।
-
ফয়জুল মহী ১৪/০৪/২০২০নববর্ষে জাতীর জন্য সুখবর কামনা করি।I শুভেচ্ছা আপনাকে ।
-
মোহন দাস (বিষাক্ত কবি) ১৪/০৪/২০২০Good Poem