আগের মতো মানুষের সেই কোলাহল
আগের মতো মানুষের সেই কোলাহল
সাইয়িদ রফিকুল হক
উঁচু-উঁচু ভবনগুলো আজ পড়ে রয়েছে নিথর হয়ে
কোথাও নাই আগের মতো মানুষের সেই কোলাহল!
বিষাক্ত একটা কীটে কেড়ে নিয়েছে মানুষের ঘুম,
এরই ভয়ে হারিয়ে গিয়েছে মানুষের শ্বাশ্বত সুখ,
আরও কত আনন্দ, স্বস্তি আর স্বপ্নময় ভাবনা
কেমন করে যেন চিরদিনের জন্য তলিয়ে গিয়েছে!
যেখানে একদিন প্রাণোচ্ছ মানুষের কত হাসি ছিল,
চিরবসন্ত যেন জাগ্রত ছিল সবার কল্যাণময় গৃহে,
সেখানে এখন শোকের মাতম আর মৃত্যুর মিছিল!
মানুষের মনে যেন নেমে এসেছে অকাল বার্ধক্য।
মৃত্যুর মিছিল ঠেকাতে মানুষ এখন ছোট্ট কুঠুরীতে!
জীবনের হিসাব-নিকাশ আজ বদলে যাচ্ছে মুহূর্তে।
সাইয়িদ রফিকুল হক
১১/০৪/২০২০
সাইয়িদ রফিকুল হক
উঁচু-উঁচু ভবনগুলো আজ পড়ে রয়েছে নিথর হয়ে
কোথাও নাই আগের মতো মানুষের সেই কোলাহল!
বিষাক্ত একটা কীটে কেড়ে নিয়েছে মানুষের ঘুম,
এরই ভয়ে হারিয়ে গিয়েছে মানুষের শ্বাশ্বত সুখ,
আরও কত আনন্দ, স্বস্তি আর স্বপ্নময় ভাবনা
কেমন করে যেন চিরদিনের জন্য তলিয়ে গিয়েছে!
যেখানে একদিন প্রাণোচ্ছ মানুষের কত হাসি ছিল,
চিরবসন্ত যেন জাগ্রত ছিল সবার কল্যাণময় গৃহে,
সেখানে এখন শোকের মাতম আর মৃত্যুর মিছিল!
মানুষের মনে যেন নেমে এসেছে অকাল বার্ধক্য।
মৃত্যুর মিছিল ঠেকাতে মানুষ এখন ছোট্ট কুঠুরীতে!
জীবনের হিসাব-নিকাশ আজ বদলে যাচ্ছে মুহূর্তে।
সাইয়িদ রফিকুল হক
১১/০৪/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মশিউর ইসলাম (বিব্রত কবি) ১২/০৪/২০২০অসাধারণ
-
ফয়জুল মহী ১১/০৪/২০২০অনিন্দ্য সুন্দর লেখনী
-
স্বপন রোজারিও (মাইকেল) ১১/০৪/২০২০সুন্দর কথা।