আল্লাহপ্রভু সকলের
আল্লাহপ্রভু সকলের
সাইয়িদ রফিকুল হক
আল্লাহপ্রভু সকলের,
তিনি কোনো দলের নয়,
আবার কোনো ধর্মের নয়,
যে তাঁকে ডাকে শ্রদ্ধাভরে
তিনি তাঁর অন্তরময়।
সকল বিপদে তিনিই সহায়,
তাঁকে ছাড়া কে আর মুক্তি পায়?
আল্লাহপ্রভু আমাদের সকলের,
তিনি খবর রাখেন আমাদের মনের।
এখনই মাথানত করো তাঁর সম্মুখে,
সকল বিপদে বল পাবে তুমি বুকে।
সাইয়িদ রফিকুল হক
১০/০৪/২০২০
সাইয়িদ রফিকুল হক
আল্লাহপ্রভু সকলের,
তিনি কোনো দলের নয়,
আবার কোনো ধর্মের নয়,
যে তাঁকে ডাকে শ্রদ্ধাভরে
তিনি তাঁর অন্তরময়।
সকল বিপদে তিনিই সহায়,
তাঁকে ছাড়া কে আর মুক্তি পায়?
আল্লাহপ্রভু আমাদের সকলের,
তিনি খবর রাখেন আমাদের মনের।
এখনই মাথানত করো তাঁর সম্মুখে,
সকল বিপদে বল পাবে তুমি বুকে।
সাইয়িদ রফিকুল হক
১০/০৪/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ১৮/০৮/২০২২সুন্দর প্রকাশ। তবে আল্লাহ পাকের মনোনীত ধর্ম ইসলাম।
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১১/০৪/২০২০ভালো
-
গাজী তারেক আজিজ ১০/০৪/২০২০বেশ ভালো
-
ফয়জুল মহী ১০/০৪/২০২০নিপুণ ভাবনা