আজকে ক্ষমা পাওয়ার দিন
আজকে ক্ষমা পাওয়ার দিন
সাইয়িদ রফিকুল হক
আজকে প্রভুর ক্ষমা পাওয়ার দিন,
আজকে নতুন করে বাঁচার দিন,
আজকে মহাপ্রভুর ভালোবাসার দিন।
বিশ্বজুড়ে আজকে আবার এলো শবে বরাত,
চলো বন্ধু, এমন একটা রাত না-ঘুমিয়ে কাটাই,
মহান প্রভুর কাছে হাততুলে একান্ত-কথা বলি।
আজকে বন্ধু আমাদের অনেককিছু পাওয়ার দিন,
এমন দিনে তোমার চোখে যেন কিছুতেই ঘুম না-আসে,
আর খুব কষ্ট হলেও রাতটা জেগে কথা বলো প্রভুর সঙ্গে।
সাইয়িদ রফিকুল হক
০৯/০৪/২০২০
সাইয়িদ রফিকুল হক
আজকে প্রভুর ক্ষমা পাওয়ার দিন,
আজকে নতুন করে বাঁচার দিন,
আজকে মহাপ্রভুর ভালোবাসার দিন।
বিশ্বজুড়ে আজকে আবার এলো শবে বরাত,
চলো বন্ধু, এমন একটা রাত না-ঘুমিয়ে কাটাই,
মহান প্রভুর কাছে হাততুলে একান্ত-কথা বলি।
আজকে বন্ধু আমাদের অনেককিছু পাওয়ার দিন,
এমন দিনে তোমার চোখে যেন কিছুতেই ঘুম না-আসে,
আর খুব কষ্ট হলেও রাতটা জেগে কথা বলো প্রভুর সঙ্গে।
সাইয়িদ রফিকুল হক
০৯/০৪/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ০৯/০৪/২০২০Best wishes
-
স্বপন রোজারিও (মাইকেল) ০৯/০৪/২০২০শবে বরাত, ক্ষমার
-
শাফকাত সাবিল ০৯/০৪/২০২০খুব সুন্দর।জ্বী, আপনি রোজা রাখছেন তো?