প্রভু তোমার কাছে প্রার্থনা
প্রভু তোমার কাছে প্রার্থনা
সাইয়িদ রফিকুল হক
প্রভু, তুমিই জীবন দিয়েছো,
তুমিই মৃত্যুবিধান রেখেছো,
তুমিই আবার বিপদাপদ দিয়েছো,
এসব তুমিই এখন দূর করতে পারো।
কালব্যাধি থেকে আমাদের রক্ষা করো প্রভু,
আমাদের স্বাভাবিক মৃত্যু দিয়ো প্রভু তুমি,
আর দারুণ অবসরে ভালোবেসে মৃত্যু দিয়ো প্রভু,
যেন তোমার কাছে কায়মনোবাক্যে তওবা করে
পরম নিশ্চিন্তে তোমার ভালোবাসায় মরতে পারি।
মানুষের গোনাহ আজ বাড়তে-বাড়তে একেবারে আকাশচুম্বী!
আবার কারও-কারও পুণ্যও ছুঁয়েছে তোমার আরশের পায়া!
পাপে-তাপে জর্জরিত মানুষের ওপর তুমি মহান রাগ কোরো না,
মানুষকে পুণ্যপথে ফিরে আসার আরেকবার সুযোগ দাও হে প্রভু,
তোমার ভালোবাসা আমাদের গোনাহ থেকে অনেক-অনেক বেশি,
সেই আশায় বুক বেঁধে প্রভু আজ তোমার কাছে শুধু ক্ষমাপ্রার্থনা।
সাইয়িদ রফিকুল হক
০৮/০৪/২০২০
সাইয়িদ রফিকুল হক
প্রভু, তুমিই জীবন দিয়েছো,
তুমিই মৃত্যুবিধান রেখেছো,
তুমিই আবার বিপদাপদ দিয়েছো,
এসব তুমিই এখন দূর করতে পারো।
কালব্যাধি থেকে আমাদের রক্ষা করো প্রভু,
আমাদের স্বাভাবিক মৃত্যু দিয়ো প্রভু তুমি,
আর দারুণ অবসরে ভালোবেসে মৃত্যু দিয়ো প্রভু,
যেন তোমার কাছে কায়মনোবাক্যে তওবা করে
পরম নিশ্চিন্তে তোমার ভালোবাসায় মরতে পারি।
মানুষের গোনাহ আজ বাড়তে-বাড়তে একেবারে আকাশচুম্বী!
আবার কারও-কারও পুণ্যও ছুঁয়েছে তোমার আরশের পায়া!
পাপে-তাপে জর্জরিত মানুষের ওপর তুমি মহান রাগ কোরো না,
মানুষকে পুণ্যপথে ফিরে আসার আরেকবার সুযোগ দাও হে প্রভু,
তোমার ভালোবাসা আমাদের গোনাহ থেকে অনেক-অনেক বেশি,
সেই আশায় বুক বেঁধে প্রভু আজ তোমার কাছে শুধু ক্ষমাপ্রার্থনা।
সাইয়িদ রফিকুল হক
০৮/০৪/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোহন দাস (বিষাক্ত কবি) ০৯/০৪/২০২০Darun writing...
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০৮/০৪/২০২০এক কথায় অসাধারণ!
-
গাজী তারেক আজিজ ০৮/০৪/২০২০অসাধারণ
-
ফয়জুল মহী ০৮/০৪/২০২০আল্লাহ সবাইকে সহী সালামতে রাখো।