সবুজ স্বপ্নগুলো
সবুজ স্বপ্নগুলো
সাইয়িদ রফিকুল হক
সবুজ স্বপ্নগুলো সযত্নে আঁকড়ে রেখেছিলাম
হৃদয়ের কত গভীরে,
আরও কতক স্বপ্ন দেখার ইচ্ছে ছিল
কিন্তু সবই এখন বিবর্ণ হয়ে যাচ্ছে!
চোখের সামনে সবুজগুলো
আজ কেমন করে যেন হলুদ হয়ে যায়!
কাউকে কিছু বলা যায় না এখন
সবার স্বপ্নই হলুদ হয়ে যাচ্ছে একরাতে!
মানুষের প্রাণভোমরাটা কেড়ে নিতে
পৃথিবীতে এলো আজ ক্ষুদ্র এক জীবাণু!
সবুজ সবকিছু তছনছ হয়ে যাচ্ছে নিমিষে,
আরও কত ভয় চোখের সামনে অবিরাম দুলছে
কালোপর্দার মতো ভয়ানক দানবরূপে!
আমাদের সবুজ-সতেজ ভালোবাসা আজ ক্লান্ত,
আমাদের জীবনের আলো যেন নিভে যাচ্ছে নিয়মিত,
তবু আমরা বেঁচে থাকার নিরন্তর সংগ্রামে নিয়োজিত সবাই।
একদিন পৃথিবীতে আশার প্রদীপ জ্বেলে দিয়ে
আমরা আবার সবুজ স্বপ্নের বীজ বপন করতে পারবো।
সাইয়িদ রফিকুল হক
০৭/০৪/২০২০
সাইয়িদ রফিকুল হক
সবুজ স্বপ্নগুলো সযত্নে আঁকড়ে রেখেছিলাম
হৃদয়ের কত গভীরে,
আরও কতক স্বপ্ন দেখার ইচ্ছে ছিল
কিন্তু সবই এখন বিবর্ণ হয়ে যাচ্ছে!
চোখের সামনে সবুজগুলো
আজ কেমন করে যেন হলুদ হয়ে যায়!
কাউকে কিছু বলা যায় না এখন
সবার স্বপ্নই হলুদ হয়ে যাচ্ছে একরাতে!
মানুষের প্রাণভোমরাটা কেড়ে নিতে
পৃথিবীতে এলো আজ ক্ষুদ্র এক জীবাণু!
সবুজ সবকিছু তছনছ হয়ে যাচ্ছে নিমিষে,
আরও কত ভয় চোখের সামনে অবিরাম দুলছে
কালোপর্দার মতো ভয়ানক দানবরূপে!
আমাদের সবুজ-সতেজ ভালোবাসা আজ ক্লান্ত,
আমাদের জীবনের আলো যেন নিভে যাচ্ছে নিয়মিত,
তবু আমরা বেঁচে থাকার নিরন্তর সংগ্রামে নিয়োজিত সবাই।
একদিন পৃথিবীতে আশার প্রদীপ জ্বেলে দিয়ে
আমরা আবার সবুজ স্বপ্নের বীজ বপন করতে পারবো।
সাইয়িদ রফিকুল হক
০৭/০৪/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইদুর রহমান ০৮/০৪/২০২০খুব সুন্দর।
-
হুসাইন দিলাওয়ার ০৮/০৪/২০২০সুন্দর
-
স্বপন রোজারিও (মাইকেল) ০৭/০৪/২০২০Excellent
-
ফয়জুল মহী ০৭/০৪/২০২০পাঠে মুগ্ধ হলাম।