নিকষকালো মৃত্যুর মিছিল
নিকষকালো মৃত্যুর মিছিল
সাইয়িদ রফিকুল হক
মৃত্যুর মিছিল চারিদিকে,
কেউই শামিল হতে চায় না,
তবুও শামিল হতে হয় কাউকে!
চারিদিকে আজ হানা দিচ্ছে নিকষকালো মৃত্যু,
ছোঁওয়াচে মৃত্যু আজ যেন হাঁটছে বিরাট অট্টহাসে!
খুবই অদ্ভুত মৃত্যু এখন তাড়া করছে মানুষকে
ভাইরাস-নামে তাকে আমরা তাড়াতে চাই,
তবুও সে যেন যেতে চায় না কারও সঙ্গ ছেড়ে!
মৃত্যুর শঙ্কায় মানুষ আজ স্বেচ্ছায় অবিরাম গৃহবন্দি!
বাইরে বেরুলে অজানা-আশঙ্কায় চেপে ধরে ছোট্ট বক্ষ,
সবাই এখন পালিয়ে বেড়াচ্ছে নিকষকালো মৃত্যুর ভয়ে!
মানুষগুলো যে এখন বড় স্বজনহারা হয়ে পড়েছে,
কারও সাক্ষাৎআজ মেলে না অনেক অপেক্ষায় সন্নিকটে
সবাই এখন জীবনবাঁচাতে স্বেচ্ছায় অবিরাম গৃহবন্দি!
তবুও সুখের গৃহে থেকে বেঁচে থাকো হে মানুষের আত্মা,
বাইরে এখন নিকষকালো মৃত্যুর মিছিল হানা দিচ্ছে বারবার,
সবাই সভয়ে পালিয়ে বেড়ায় এই মিছিলের শব্দ শুনে আজ,
তবুও কখন যেন কে কাকে শামিল করে নিবে এই অমোঘ মিছিলে,
সাবধান হও পরমপ্রভুর নামে, আর স্বেচ্ছায় বন্দি হয়ে থাকো আপন-গৃহে।
সাইয়িদ রফিকুল হক
০৬/০৪/২০২০
সাইয়িদ রফিকুল হক
মৃত্যুর মিছিল চারিদিকে,
কেউই শামিল হতে চায় না,
তবুও শামিল হতে হয় কাউকে!
চারিদিকে আজ হানা দিচ্ছে নিকষকালো মৃত্যু,
ছোঁওয়াচে মৃত্যু আজ যেন হাঁটছে বিরাট অট্টহাসে!
খুবই অদ্ভুত মৃত্যু এখন তাড়া করছে মানুষকে
ভাইরাস-নামে তাকে আমরা তাড়াতে চাই,
তবুও সে যেন যেতে চায় না কারও সঙ্গ ছেড়ে!
মৃত্যুর শঙ্কায় মানুষ আজ স্বেচ্ছায় অবিরাম গৃহবন্দি!
বাইরে বেরুলে অজানা-আশঙ্কায় চেপে ধরে ছোট্ট বক্ষ,
সবাই এখন পালিয়ে বেড়াচ্ছে নিকষকালো মৃত্যুর ভয়ে!
মানুষগুলো যে এখন বড় স্বজনহারা হয়ে পড়েছে,
কারও সাক্ষাৎআজ মেলে না অনেক অপেক্ষায় সন্নিকটে
সবাই এখন জীবনবাঁচাতে স্বেচ্ছায় অবিরাম গৃহবন্দি!
তবুও সুখের গৃহে থেকে বেঁচে থাকো হে মানুষের আত্মা,
বাইরে এখন নিকষকালো মৃত্যুর মিছিল হানা দিচ্ছে বারবার,
সবাই সভয়ে পালিয়ে বেড়ায় এই মিছিলের শব্দ শুনে আজ,
তবুও কখন যেন কে কাকে শামিল করে নিবে এই অমোঘ মিছিলে,
সাবধান হও পরমপ্রভুর নামে, আর স্বেচ্ছায় বন্দি হয়ে থাকো আপন-গৃহে।
সাইয়িদ রফিকুল হক
০৬/০৪/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সভ্যচাষী সপ্তম ০৭/০৪/২০২০সুন্দর বলেছেন কবি
-
স্বপন রোজারিও (মাইকেল) ০৭/০৪/২০২০গৃহবন্দি জীবন বিশ্ববাসীর।
-
মুকিম মাহমুদ মুকিত ০৭/০৪/২০২০ভালো লিখেছেন
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০৬/০৪/২০২০better
-
গাজী তারেক আজিজ ০৬/০৪/২০২০দীর্ঘ সুখ
-
ফয়জুল মহী ০৬/০৪/২০২০লেখা বেশ ভালো লাগলো ।
-
মোহন দাস (বিষাক্ত কবি) ০৬/০৪/২০২০খুব ভালো লিখেছেন ।