মুখ দেখে তোর মনটা পড়ি
মুখ দেখে তোর মনটা পড়ি
সাইয়িদ রফিকুল হক
মুখ দেখে তোর মনটা পড়ি,
কিছু বুঝি—আর বুঝি না,
কী যে এখন করি!
সবটা পড়া বুঝা যায় না,
মনের কথা মনটা কেন
খুব সহজে খুলে কয় না!
মুখে হাসি লেগে আছে তোর,
তবু দেখি মনের মধ্যে দুঃখ-শোর!
কতবার যে পড়েছি তোর মনটা,
তবু বন্ধু, বুঝি নাই তার সবটা!
মুখ দেখে তোর মনটা পড়ি,
সবটা বোঝার চেষ্টা করি কত!
আয়োজনটা বারেবারে মিছামিছি
সবকথা তাই বুঝি নাকো তত!
সাইয়িদ রফিকুল হক
০৫/০৪/২০২০
সাইয়িদ রফিকুল হক
মুখ দেখে তোর মনটা পড়ি,
কিছু বুঝি—আর বুঝি না,
কী যে এখন করি!
সবটা পড়া বুঝা যায় না,
মনের কথা মনটা কেন
খুব সহজে খুলে কয় না!
মুখে হাসি লেগে আছে তোর,
তবু দেখি মনের মধ্যে দুঃখ-শোর!
কতবার যে পড়েছি তোর মনটা,
তবু বন্ধু, বুঝি নাই তার সবটা!
মুখ দেখে তোর মনটা পড়ি,
সবটা বোঝার চেষ্টা করি কত!
আয়োজনটা বারেবারে মিছামিছি
সবকথা তাই বুঝি নাকো তত!
সাইয়িদ রফিকুল হক
০৫/০৪/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ হাবিবুল হক চয়ন (নিরব নির্বাসন) ০৬/০৪/২০২০চমৎকা।
-
ফয়জুল মহী ০৫/০৪/২০২০অনিন্দ্য সুন্দর লেখনী ।
-
গাজী তারেক আজিজ ০৫/০৪/২০২০খুব ভালো
-
স্বপন রোজারিও (মাইকেল) ০৫/০৪/২০২০খুব সুন্দর হয়েছে, কবি।