একদিন সবাই কালঘুমে চলে যাবে
একদিন সবাই কালঘুমে চলে যাবে
সাইয়িদ রফিকুল হক
একদিন সবাই কালঘুমে চলে যাবে,
কারও থাকার কোনো অনুমতি নাই।
সবাই চলে যাবে একটু সময় হলে
যেতে হবে সবাইকে সেই সময় হলে।
এই পৃথিবীতে কারও থাকার সময় নাই,
তবু মানুষের চিরকাল বেঁচে থাকার কী আকুতি!
মৃত্যু মানবজীবনের সবচেয়ে আপন আর নিকটবর্তী,
তবু মানুষ চব্বিশঘণ্টা ভুলে থাকে সেই অমোঘ মৃত্যুকে!
মানুষের আসলে কী হয়েছে? মানুষ কেন বোঝে না সত্য?
কালঘুমে যাওয়ার আগে মানুষের আত্মা কেন কলুষিত হয়ে রবে?
মানুষের আত্মা একদিন বিশ্রাম নিবে সত্যিকারের কালঘুমে ডুবে,
সেদিন মানুষের জমানো অর্থ আর বিশাল অট্টালিকা হাসবে দুঃখে!
একদিন মানুষ কালঘুমে চলে যাবে,
একদিন সবাই কালঘুমে চলে যাবে!
সেদিন শূন্য হয়ে পড়ে রবে মানুষের এতো সাধের অতৃপ্ত পৃথিবী!
অথবা পৃথিবীও ধ্বংস হবে মানুষের পাপের জনমদোসর ভাগীদার হয়ে,
সেদিনও কি মানুষ আত্মাকে বিনষ্ট করে পড়ে রবে সাময়িক লোভের স্তূপে?
মানুষের পৃথিবী লোভের মায়ায় জড়িয়ে একদিন মানুষকে কালঘুম পাইয়ে দিবে।
সাইয়িদ রফিকুল হক
০৪/০৪/২০২০
সাইয়িদ রফিকুল হক
একদিন সবাই কালঘুমে চলে যাবে,
কারও থাকার কোনো অনুমতি নাই।
সবাই চলে যাবে একটু সময় হলে
যেতে হবে সবাইকে সেই সময় হলে।
এই পৃথিবীতে কারও থাকার সময় নাই,
তবু মানুষের চিরকাল বেঁচে থাকার কী আকুতি!
মৃত্যু মানবজীবনের সবচেয়ে আপন আর নিকটবর্তী,
তবু মানুষ চব্বিশঘণ্টা ভুলে থাকে সেই অমোঘ মৃত্যুকে!
মানুষের আসলে কী হয়েছে? মানুষ কেন বোঝে না সত্য?
কালঘুমে যাওয়ার আগে মানুষের আত্মা কেন কলুষিত হয়ে রবে?
মানুষের আত্মা একদিন বিশ্রাম নিবে সত্যিকারের কালঘুমে ডুবে,
সেদিন মানুষের জমানো অর্থ আর বিশাল অট্টালিকা হাসবে দুঃখে!
একদিন মানুষ কালঘুমে চলে যাবে,
একদিন সবাই কালঘুমে চলে যাবে!
সেদিন শূন্য হয়ে পড়ে রবে মানুষের এতো সাধের অতৃপ্ত পৃথিবী!
অথবা পৃথিবীও ধ্বংস হবে মানুষের পাপের জনমদোসর ভাগীদার হয়ে,
সেদিনও কি মানুষ আত্মাকে বিনষ্ট করে পড়ে রবে সাময়িক লোভের স্তূপে?
মানুষের পৃথিবী লোভের মায়ায় জড়িয়ে একদিন মানুষকে কালঘুম পাইয়ে দিবে।
সাইয়িদ রফিকুল হক
০৪/০৪/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
গাজী তারেক আজিজ ০৬/০৪/২০২০সুন্দর হয়েছে তো
-
মোহন দাস (বিষাক্ত কবি) ০৫/০৪/২০২০খুব ভালো লেখা ।
-
স্বপন রোজারিও (মাইকেল) ০৫/০৪/২০২০সবাইকে এ ধরা ছেড়ে যেতে হবে একদিন।
-
ফয়জুল মহী ০৪/০৪/২০২০নিখুঁত প্রকাশ।