বাইরে এখন ভয়
বাইরে এখন ভয়
সাইয়িদ রফিকুল হক
সুনসান রাস্তা,
মানুষ নাই যে কোনো,
ভয়ে গা-টা করে ছম ছম,
বাইরে এখন দোজখের ভয়!
রাজপথে আজ মানুষ দেখলে
ভয়ডর বাড়ে সবার অন্তরে,
মানুষের স্পর্শ চায় না মানুষ,
সবাই এখন থাকতে চায় যে দূরে!
জীবনবাঁচাতে সবাই ভুলেছে মানুষের সঙ্গ,
ঘরের বাইরে পা-টা ফেললেই কামড়াবে যেন!
ভয়ংকর এক কালব্যাধি আজ নীরবে-নিভৃতে
তাড়িয়ে বেড়ায় সমগ্র বিশ্বকে—প্রাণের ঘাতক হয়ে!
সাইয়িদ রফিকুল হক
০২/০৪/২০২০
সাইয়িদ রফিকুল হক
সুনসান রাস্তা,
মানুষ নাই যে কোনো,
ভয়ে গা-টা করে ছম ছম,
বাইরে এখন দোজখের ভয়!
রাজপথে আজ মানুষ দেখলে
ভয়ডর বাড়ে সবার অন্তরে,
মানুষের স্পর্শ চায় না মানুষ,
সবাই এখন থাকতে চায় যে দূরে!
জীবনবাঁচাতে সবাই ভুলেছে মানুষের সঙ্গ,
ঘরের বাইরে পা-টা ফেললেই কামড়াবে যেন!
ভয়ংকর এক কালব্যাধি আজ নীরবে-নিভৃতে
তাড়িয়ে বেড়ায় সমগ্র বিশ্বকে—প্রাণের ঘাতক হয়ে!
সাইয়িদ রফিকুল হক
০২/০৪/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শরিফুল ইসলাম (1990) ০৩/০৪/২০২০সুন্দর লিখনী
-
স্বপন রোজারিও (মাইকেল) ০৩/০৪/২০২০বাইরে এখন ভয়
সবাই ঘরে রয়। -
মোহন দাস (বিষাক্ত কবি) ০৩/০৪/২০২০দারুন দারুন ।
-
পি পি আলী আকবর ০৩/০৪/২০২০খুবভালো
-
ফয়জুল মহী ০২/০৪/২০২০অনিন্দ্য সুন্দর লেখনী ।
-
গাজী তারেক আজিজ ০২/০৪/২০২০খুব ভালো