গৃহবন্দি মানুষেরা
গৃহবন্দি মানুষেরা
সাইয়িদ রফিকুল হক
চারিদিকে আজ শুধু মৃত্যুর হাতছানি,
বিশ্বাসের পালে কারো নাই কোনো পানি!
সবখানে এখন যে বিশ্বাসের বড় অভাব,
মৃত্যুভয়ে দিনে-দিনে পাল্টে যাচ্ছে মানুষের স্বভাব।
গৃহবন্দি মানুষেরা ছটফট করে শুধু বের হতে বাইরে,
মহামারী ঠেকাতে যে সে সুযোগ আজ কারো নাইরে।
ঘরে বসে বই পড়ো বাঙালিরা, তবু কিছু বাড়বে জ্ঞান,
আর কত ফাঁকি দিবে হে বাঙালি? বই পড়ে করো ত্রাণ।
চারিদিকে মহামারী, ঘরে বসে সবে করো ইবাদত-বন্দেগী,
পাপপথ ছেড়ে দাও, রক্ষা পাবে আজ তবু তোমাদের জিন্দেগী।
ভালো হও সবে আরো, আর কেন অহেতুক করো এতো ঘোরাফেরা?
ভাইরাস-ঠেকাতে হে, কমাবে না তোমাদের স্বেচ্ছাচারী-চলাফেরা?
সাইয়িদ রফিকুল হক
০১/০৪/২০২০
সাইয়িদ রফিকুল হক
চারিদিকে আজ শুধু মৃত্যুর হাতছানি,
বিশ্বাসের পালে কারো নাই কোনো পানি!
সবখানে এখন যে বিশ্বাসের বড় অভাব,
মৃত্যুভয়ে দিনে-দিনে পাল্টে যাচ্ছে মানুষের স্বভাব।
গৃহবন্দি মানুষেরা ছটফট করে শুধু বের হতে বাইরে,
মহামারী ঠেকাতে যে সে সুযোগ আজ কারো নাইরে।
ঘরে বসে বই পড়ো বাঙালিরা, তবু কিছু বাড়বে জ্ঞান,
আর কত ফাঁকি দিবে হে বাঙালি? বই পড়ে করো ত্রাণ।
চারিদিকে মহামারী, ঘরে বসে সবে করো ইবাদত-বন্দেগী,
পাপপথ ছেড়ে দাও, রক্ষা পাবে আজ তবু তোমাদের জিন্দেগী।
ভালো হও সবে আরো, আর কেন অহেতুক করো এতো ঘোরাফেরা?
ভাইরাস-ঠেকাতে হে, কমাবে না তোমাদের স্বেচ্ছাচারী-চলাফেরা?
সাইয়িদ রফিকুল হক
০১/০৪/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ২৩/০৪/২০২২অপূর্ব
-
স্বপন রোজারিও (মাইকেল) ০২/০৪/২০২০গৃহবন্দি জীবন
আমরা করবো আপন। -
শরিফুল ইসলাম (1990) ০২/০৪/২০২০সুন্দর পরিপাটি লিখনী
-
মোহন দাস (বিষাক্ত কবি) ০২/০৪/২০২০ভালো লিখেছেন ।
-
গাজী তারেক আজিজ ০২/০৪/২০২০পরিপাটি
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০১/০৪/২০২০রিয়ালিটি!
-
ফয়জুল মহী ০১/০৪/২০২০মনোমুগ্ধকর লিখনশৈলি