মানুষের মৃত্যু দেখে
মানুষের মৃত্যু দেখে
সাইয়িদ রফিকুল হক
মানুষের মৃত্যু দেখে কখনো উল্লসিত হয়ো না,
মানুষের মৃত্যুতে কখনো ধর্মবিচার কোরো না,
মানুষের কষ্ট দেখে কখনো আনন্দিত হয়ো না,
মানুষের বিপদে মানুষ হয়ে তুমি দাঁড়াও মানুষের পাশে।
আমাদের সবার রক্ত লাল, আমরা যে মানুষ!
মানুষের পরিচয় খুঁজতে কখনো ধর্ম টানবে না,
মানুষের পরিচয় মানুষ, আর কোনো পরিচয় খুঁজো না তার,
মানুষের কষ্ট দেখে দাঁড়াও সকল মানুষের পাশে।
মানুষ মরছে আজ পৃথিবীর দেশে-দেশে, সকল মহাদেশে,
মানুষের মৃত্যু আমাকে আজ ব্যথিতচিত্তে নতুন কবিতা শেখায়,
মানুষের জন্য চিরদিন কাঁদবে মানুষের অন্তরাত্মা-মনপ্রাণ,
মানুষকে ভালোবেসে তুমি এখনই দাঁড়াও এই মানুষের পাশে।
সাইয়িদ রফিকুল হক
৩১/০৩/২০২০
সাইয়িদ রফিকুল হক
মানুষের মৃত্যু দেখে কখনো উল্লসিত হয়ো না,
মানুষের মৃত্যুতে কখনো ধর্মবিচার কোরো না,
মানুষের কষ্ট দেখে কখনো আনন্দিত হয়ো না,
মানুষের বিপদে মানুষ হয়ে তুমি দাঁড়াও মানুষের পাশে।
আমাদের সবার রক্ত লাল, আমরা যে মানুষ!
মানুষের পরিচয় খুঁজতে কখনো ধর্ম টানবে না,
মানুষের পরিচয় মানুষ, আর কোনো পরিচয় খুঁজো না তার,
মানুষের কষ্ট দেখে দাঁড়াও সকল মানুষের পাশে।
মানুষ মরছে আজ পৃথিবীর দেশে-দেশে, সকল মহাদেশে,
মানুষের মৃত্যু আমাকে আজ ব্যথিতচিত্তে নতুন কবিতা শেখায়,
মানুষের জন্য চিরদিন কাঁদবে মানুষের অন্তরাত্মা-মনপ্রাণ,
মানুষকে ভালোবেসে তুমি এখনই দাঁড়াও এই মানুষের পাশে।
সাইয়িদ রফিকুল হক
৩১/০৩/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ০১/০৪/২০২০অনুপম,
-
সয়েল সেলিম হাসান ০১/০৪/২০২০Sundor
-
শাহীন রহমান (রুদ্র) ০১/০৪/২০২০দারুণ লিখেছেন প্রিয় কবি।
-
গাজী তারেক আজিজ ৩১/০৩/২০২০ভালো
-
শরিফুল ইসলাম (1990) ৩১/০৩/২০২০সুন্দর