প্রার্থনা আজ—২
প্রার্থনা আজ—২
সাইয়িদ রফিকুল হক
মন বসে না আর তো কোনো কাজে,
ঘরে-বাইরে শঙ্কা শুধু মনের ভাঁজে।
আতঙ্ক এক গ্রাস করছে সবার মন,
জান বাঁচাতে সবাই যে চায় গৃহ নির্জন!
কালব্যাধি আজ দিচ্ছে হানা দেশে-দেশে,
ভাইরাস এখন ছুটে বেড়ায় বীরের বেশে।
এসো হে ভাই, এসো বন্ধু, প্রার্থনা আজ
আল্লাহপ্রভুর বিশাল দরবারে,
প্রভু তুমি বাঁচাও এবার সৃষ্টি সবাকারে।
আমাদের পাপ পরিমাণে হয়তো বেশি আজ,
কিন্তু প্রভু, ক্ষমা করাই যে তোমার প্রিয় কাজ।
সাইয়িদ রফিকুল হক
২৭/০৩/২০২০
সাইয়িদ রফিকুল হক
মন বসে না আর তো কোনো কাজে,
ঘরে-বাইরে শঙ্কা শুধু মনের ভাঁজে।
আতঙ্ক এক গ্রাস করছে সবার মন,
জান বাঁচাতে সবাই যে চায় গৃহ নির্জন!
কালব্যাধি আজ দিচ্ছে হানা দেশে-দেশে,
ভাইরাস এখন ছুটে বেড়ায় বীরের বেশে।
এসো হে ভাই, এসো বন্ধু, প্রার্থনা আজ
আল্লাহপ্রভুর বিশাল দরবারে,
প্রভু তুমি বাঁচাও এবার সৃষ্টি সবাকারে।
আমাদের পাপ পরিমাণে হয়তো বেশি আজ,
কিন্তু প্রভু, ক্ষমা করাই যে তোমার প্রিয় কাজ।
সাইয়িদ রফিকুল হক
২৭/০৩/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শরিফুল ইসলাম (1990) ২৯/০৩/২০২০দারুন
-
একনিষ্ঠ অনুগত ২৮/০৩/২০২০আল্লাহ্ মাফ করুণ আমাদের সবাইকে।
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২৭/০৩/২০২০nice piece!
-
গাজী তারেক আজিজ ২৭/০৩/২০২০সুন্দর
-
সফিউল্লাহ আনসারী ২৭/০৩/২০২০আল্লাহ ভরসা
-
ফয়জুল মহী ২৭/০৩/২০২০চমৎকার লিখেছেন। উপভোগ্য পড়া।