জীবন-মৃত্যুর মাঝে
জীবন-মৃত্যুর মাঝে
সাইয়িদ রফিকুল হক
জীবন-মৃত্যুর মাঝে সবার
দুলছে সোনার প্রাণ,
আতঙ্কে আজ বন্ধ হলো
হৃদয়সুরের তান।
ভালোলাগার সবই রইলো পড়ে
কোথাও নাই যে স্বস্তি,
মৃত্যুভয়ে থমকে গেছে
সব মানুষের বস্তি।
মানুষ কত অসহায় যে
বুঝা গেল আজ,
অনেক চিন্তায় সব কপালে
পড়েছে তাই বিরাট ভাঁজ।
সাইয়িদ রফিকুল হক
২৬/০৩/২০২০
সাইয়িদ রফিকুল হক
জীবন-মৃত্যুর মাঝে সবার
দুলছে সোনার প্রাণ,
আতঙ্কে আজ বন্ধ হলো
হৃদয়সুরের তান।
ভালোলাগার সবই রইলো পড়ে
কোথাও নাই যে স্বস্তি,
মৃত্যুভয়ে থমকে গেছে
সব মানুষের বস্তি।
মানুষ কত অসহায় যে
বুঝা গেল আজ,
অনেক চিন্তায় সব কপালে
পড়েছে তাই বিরাট ভাঁজ।
সাইয়িদ রফিকুল হক
২৬/০৩/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
একনিষ্ঠ অনুগত ২৭/০৩/২০২০সুন্দর কথন।
-
স্বপন রোজারিও (মাইকেল) ২৭/০৩/২০২০বেশ
-
এম এম হোসেন ২৭/০৩/২০২০হুম
-
ফয়জুল মহী ২৭/০৩/২০২০অনুপম I
-
গাজী তারেক আজিজ ২৬/০৩/২০২০ভালো