পশুর ক্ষুধা নিয়ে
পশুর ক্ষুধা নিয়ে
পশুর ক্ষুধা এখনও তোর
কেন জাগে মনে!
আদিমপশুর বংশধর তুই
চলে যা না বনে।
একহাতে তুই মৃত্যুধরে
এখনও যে পাপপথে!
হায় রে পাপী, এখনই তুই
ফিরে আয় না সতে।
পশুর ক্ষুধা এখনও তোর
কেন জাগে মনে!
আদিমপশুর বংশধর তুই
চলে যা না বনে।
একহাতে তুই মৃত্যুধরে
এখনও যে পাপপথে!
হায় রে পাপী, এখনই তুই
ফিরে আয় না সতে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
গাজী তারেক আজিজ ২৮/০৩/২০২০সুন্দর
-
স্বপন রোজারিও (মাইকেল) ২৩/০৩/২০২০good
-
মোহন দাস (বিষাক্ত কবি) ২৩/০৩/২০২০বাহ
-
একনিষ্ঠ অনুগত ২৩/০৩/২০২০ঠিক বলেছেন।
-
শাহীন রহমান (রুদ্র) ২৩/০৩/২০২০ভাল লাগলো শুভেচ্ছা জানবেন কবি।
-
ফয়জুল মহী ২২/০৩/২০২০অনন্যসাধারণ লেখা