করোনা-আতঙ্কে
করোনা-আতঙ্কে এখন আর কিছু লিখতে ইচ্ছে করে না।
মহান আল্লাহর শক্তি এখন বুঝা যায়।
কোনোকিছুতেই আজ এই ভাইরাসের আক্রমণ কমছে না।
ছোট্ট ভাইরাস। কিন্তু তার কত ক্ষমতা!
আল্লাহ সবার সহায় হ’ন।
মহান আল্লাহর শক্তি এখন বুঝা যায়।
কোনোকিছুতেই আজ এই ভাইরাসের আক্রমণ কমছে না।
ছোট্ট ভাইরাস। কিন্তু তার কত ক্ষমতা!
আল্লাহ সবার সহায় হ’ন।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ০১/১০/২০২৩মুগ্ধতা
-
একনিষ্ঠ অনুগত ২০/০৩/২০২০মুমিনদের (অনেক সময় সমগ্র মানব জাতিকে) অনেক সময় অনেক পরীক্ষার সম্মুখীন হতে হয়, করোনা হয়ত আজ তেমনি একটি পরীক্ষা। সতর্কতা, পরিচ্ছন্নতা, একঘরে যাই অবলম্বন করি না কেন ঈমান রাখতে হবে দৃঢ়। রোগশোক, করোনা সবই আসে আল্লাহ্র পক্ষ থেকে। এ বিশ্বাস হারা হওয়া যাবে না।
-
মোহন দাস (বিষাক্ত কবি) ২০/০৩/২০২০Good
-
ফয়জুল মহী ১৯/০৩/২০২০সাবলীল সুন্দর উপস্থাপন ।