আবার চেষ্টা করো
আবার চেষ্টা করো
সাইয়িদ রফিকুল হক
ছোট মনগুলো আছড়ে পড়ছে
পাহাড়ের মতো বিশাল চিন্তার পাদদেশে,
কখনো এদের চড়া হবে নাকো পাহাড়ের শীর্ষে,
এরা চিরকাল পড়েই থাকবে শুধু পাদদেশে!
এদের মুখেই তবুও শুনবে বিশ্বজয়ের গল্প!
এদের মুরোদ হবে না কখনো পাহাড়ের শীর্ষে ওঠার
তবুও শুনবে এদের মুখেই মহাজ্ঞানীর ভাষণ।
ছোট মনগুলো কুঁচকে রয়েছে জ্ঞান-বিশালত্ব দেখে,
ঠাঁই হয় নাই এদের কখনো জ্ঞানের সাম্রাজ্যে,
এরা শুধু জানে পাদদেশে পড়ে খুব পিষ্ট হয়ে
মহাজ্ঞান থেকে দূরে সরে গিয়ে মূর্খতার প্রচার করতে।
একবার তুমি পাহাড়েই ওঠো, ঘুচে যাবে তোমার মূর্খতা,
আর কতকাল পড়ে থাকবে এভাবে অজ্ঞানে, খুব অন্ধকারে!
জ্ঞান-পাহাড়ের ত্রিসীমার বাইরে?
ফিরে এসো আজ, হে অর্বাচীন, মানুষ হওয়ার চেষ্টা করো আবার।
সাইয়িদ রফিকুল হক
১৩/০৩/২০২০
সাইয়িদ রফিকুল হক
ছোট মনগুলো আছড়ে পড়ছে
পাহাড়ের মতো বিশাল চিন্তার পাদদেশে,
কখনো এদের চড়া হবে নাকো পাহাড়ের শীর্ষে,
এরা চিরকাল পড়েই থাকবে শুধু পাদদেশে!
এদের মুখেই তবুও শুনবে বিশ্বজয়ের গল্প!
এদের মুরোদ হবে না কখনো পাহাড়ের শীর্ষে ওঠার
তবুও শুনবে এদের মুখেই মহাজ্ঞানীর ভাষণ।
ছোট মনগুলো কুঁচকে রয়েছে জ্ঞান-বিশালত্ব দেখে,
ঠাঁই হয় নাই এদের কখনো জ্ঞানের সাম্রাজ্যে,
এরা শুধু জানে পাদদেশে পড়ে খুব পিষ্ট হয়ে
মহাজ্ঞান থেকে দূরে সরে গিয়ে মূর্খতার প্রচার করতে।
একবার তুমি পাহাড়েই ওঠো, ঘুচে যাবে তোমার মূর্খতা,
আর কতকাল পড়ে থাকবে এভাবে অজ্ঞানে, খুব অন্ধকারে!
জ্ঞান-পাহাড়ের ত্রিসীমার বাইরে?
ফিরে এসো আজ, হে অর্বাচীন, মানুষ হওয়ার চেষ্টা করো আবার।
সাইয়িদ রফিকুল হক
১৩/০৩/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রেজাউল ইসলাম ১৪/০৩/২০২০অসাধারণ
-
স্বপন রোজারিও (মাইকেল) ১৪/০৩/২০২০চমৎকার
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১৪/০৩/২০২০অসাধারন
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১৪/০৩/২০২০good
-
ফয়জুল মহী ১৩/০৩/২০২০প্রাঞ্জল শব্দের অলংকরণ। পাঠে মুগ্ধ হলাম।