বেহেশতে যাচ্ছি
বেহেশতে যাচ্ছি
সাইয়িদ রফিকুল হক
বেহেশতে যে যাচ্ছি আমি
পড়ন্ত এক বিকালে
কৃষ্ণঘোড়ার পিঠে চেপে,
এই জগতে আল্লাহপ্রভুর
দয়ার সাগর দেখছি আমি মেপে।
মানুষ আমি হতে পারি
খুব সাধারণ একটা,
আল্লাহপ্রভু দেখবেন আমার
ভালোবাসার মনটা।
ক্বলবখানা ধুয়ে-মুছে
করছি অনেক সাফ,
গুনাহখাতা আল্লাহপ্রভু
করবেন আমার মাফ।
নিন্দুকেরা থাকবে চেয়ে
করবে শুধু কানাকানি,
হিংসা-রিপুর তাড়নাতে
আর কোরো না হানাহানি।
বেহেশতে যে যাচ্ছি আমি
শেষবিকালে ঘোড়ায় চড়ে,
আল্লাহপ্রভুর অসীম দয়ায়
মনটি আমার আছে ভরে।
সাইয়িদ রফিকুল হক
১১/০৩/২০২০
সাইয়িদ রফিকুল হক
বেহেশতে যে যাচ্ছি আমি
পড়ন্ত এক বিকালে
কৃষ্ণঘোড়ার পিঠে চেপে,
এই জগতে আল্লাহপ্রভুর
দয়ার সাগর দেখছি আমি মেপে।
মানুষ আমি হতে পারি
খুব সাধারণ একটা,
আল্লাহপ্রভু দেখবেন আমার
ভালোবাসার মনটা।
ক্বলবখানা ধুয়ে-মুছে
করছি অনেক সাফ,
গুনাহখাতা আল্লাহপ্রভু
করবেন আমার মাফ।
নিন্দুকেরা থাকবে চেয়ে
করবে শুধু কানাকানি,
হিংসা-রিপুর তাড়নাতে
আর কোরো না হানাহানি।
বেহেশতে যে যাচ্ছি আমি
শেষবিকালে ঘোড়ায় চড়ে,
আল্লাহপ্রভুর অসীম দয়ায়
মনটি আমার আছে ভরে।
সাইয়িদ রফিকুল হক
১১/০৩/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১২/০৩/২০২০bravo!
-
ফয়জুল মহী ১১/০৩/২০২০অনন্যসাধারণ লেখা।