অধমগুলোর কদর
অধমগুলোর কদর
সাইয়িদ রফিকুল হক
অধমগুলো মিথ্যা বলার
কায়দা জানে ভালো,
অন্ধকারই প্রিয় এদের
চায় না কেহ আলো।
ভালোবাসার রঙটা এখন
অনেক বেশি কৃত্রিম,
প্রেমের আলো জ্বলছে তাইতে
ভীষণ টিমটিম!
মিথ্যা এখন প্রেম যে কারও
মিথ্যা প্রিয় অনেকের,
পশুরা তাই বলছে হেঁকে
সত্য নাকি আবেগের!
অধমগুলো আরও অধম
হচ্ছে এখন রোজ,
মিথ্যাবাদীর বিরাট কদর
সত্যবাদীর নেয় না কেহ খোঁজ।
সাইয়িদ রফিকুল হক
০৮/০৩/২০২০
সাইয়িদ রফিকুল হক
অধমগুলো মিথ্যা বলার
কায়দা জানে ভালো,
অন্ধকারই প্রিয় এদের
চায় না কেহ আলো।
ভালোবাসার রঙটা এখন
অনেক বেশি কৃত্রিম,
প্রেমের আলো জ্বলছে তাইতে
ভীষণ টিমটিম!
মিথ্যা এখন প্রেম যে কারও
মিথ্যা প্রিয় অনেকের,
পশুরা তাই বলছে হেঁকে
সত্য নাকি আবেগের!
অধমগুলো আরও অধম
হচ্ছে এখন রোজ,
মিথ্যাবাদীর বিরাট কদর
সত্যবাদীর নেয় না কেহ খোঁজ।
সাইয়িদ রফিকুল হক
০৮/০৩/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রেজাউল ইসলাম ১০/০৩/২০২০অনন্য
-
ফয়জুল মহী ০৯/০৩/২০২০অনবদ্য প্রকাশ।
-
মোহন দাস (বিষাক্ত কবি) ০৯/০৩/২০২০অনন্য
-
রেজাউল ইসলাম ০৮/০৩/২০২০অসাধারণ ভাবনা