অধমের ধর্মচর্চা
অধমের ধর্মচর্চা
সাইয়িদ রফিকুল হক
কামারগুলো মাড়ায় এখন
ধর্মশালার পথ!
যুগজামানার তেলেসমাতি
উল্টা চলে রথ।
মূর্খগুলোর হাতে দেখি
কুরআন-কিতাব যত,
না বুঝেই সব ধর্মকথায়
মিলছে অবিরত!
পাপীগুলো মসজিদে আজ
হচ্ছে সভাপতি!
সামনে বুঝি দেশ-জনতার
করুণ পরিণতি।
রাজনীতিটা সবখানে আজ
চলছে সমানতালে,
এই সুযোগে মূলপাপীরা
ধর্মগাছের ডালে!
পাপের পথে যাদের জীবন
তারাই এখন রাজা,
এদের হাতে ভালোমানুষ
পাচ্ছে ভীষণ সাজা।
অধমগুলো ধর্মপথে
দেখায় কত ভেল্কি!
যুগজামানায় অবতার যে
এরাই এখন কল্কি।
সাইয়িদ রফিকুল হক
০৭/০৩/২০২০
সাইয়িদ রফিকুল হক
কামারগুলো মাড়ায় এখন
ধর্মশালার পথ!
যুগজামানার তেলেসমাতি
উল্টা চলে রথ।
মূর্খগুলোর হাতে দেখি
কুরআন-কিতাব যত,
না বুঝেই সব ধর্মকথায়
মিলছে অবিরত!
পাপীগুলো মসজিদে আজ
হচ্ছে সভাপতি!
সামনে বুঝি দেশ-জনতার
করুণ পরিণতি।
রাজনীতিটা সবখানে আজ
চলছে সমানতালে,
এই সুযোগে মূলপাপীরা
ধর্মগাছের ডালে!
পাপের পথে যাদের জীবন
তারাই এখন রাজা,
এদের হাতে ভালোমানুষ
পাচ্ছে ভীষণ সাজা।
অধমগুলো ধর্মপথে
দেখায় কত ভেল্কি!
যুগজামানায় অবতার যে
এরাই এখন কল্কি।
সাইয়িদ রফিকুল হক
০৭/০৩/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বিশ্বামিত্র ০৯/০৩/২০২০ধর্ম আর অধর্ম সমাজের পরষ্পরের পরিপূরক।কাউকে বাদ দিয়ে কেউ বাঁচবে না। ধন্যবাদ কবিকে।
-
একনিষ্ঠ অনুগত ০৯/০৩/২০২০ভণ্ডদের মুখোশ উন্মোচন, সুন্দর লেখা।।
-
স্বপন রোজারিও (মাইকেল) ০৭/০৩/২০২০সুন্দর
-
ফয়জুল মহী ০৭/০৩/২০২০শব্দের অলংকরণ। পাঠে মুগ্ধ হলাম।