বিশ্বাসের গাছে পাপ
বিশ্বাসের গাছে পাপ
সাইয়িদ রফিকুল হক
বিশ্বাসগাছে ধরেছে খুব পাপ,
বিরাট পাপ আজ হয়েছে সাপ!
মানুষগুলো এখন দেখি সাপের কাঁধে,
ভয়ংকর চিড় ধরেছে বিশ্বাসের বাঁধে।
বিশ্বাসগাছে উড়ে বেড়ায় কতরকম সাপ,
ফল ধরে না—গাছে জন্মে আজ শুধু পাপ!
আশাপ্রদীপ নিভে গেছে তাই,
ভালোবাসার দেয়াল পুড়ে হয়েছে ছাই!
বাতাসে পাপ, বিশ্বাসে পাপ, নিঃশ্বাসে পাপ,
আজ চৌদিকে দেখছি শুধু সাপ আর সাপ।
কালসাপের দংশনে আজ মুমূর্ষু মানুষ,
রেহাই নাই—তবু কারও ফেরে নাকো হুঁশ!
ধ্বসে পড়েছে মানবতার দেয়ালখানি,
কে শোনে আজ যুগধর্মের মহাবাণী?
পাপ জমেছে বিশ্বাসের গাছে,
মুক্তি যে নাই মানুষের কাছে!
সবুজপাতা হয়ে যাচ্ছে খুব জরদ,
রক্তশূন্য দেহে এখন বাড়ছে শুধু পারদ!
সাইয়িদ রফিকুল হক
০৬/০৩/২০২০
সাইয়িদ রফিকুল হক
বিশ্বাসগাছে ধরেছে খুব পাপ,
বিরাট পাপ আজ হয়েছে সাপ!
মানুষগুলো এখন দেখি সাপের কাঁধে,
ভয়ংকর চিড় ধরেছে বিশ্বাসের বাঁধে।
বিশ্বাসগাছে উড়ে বেড়ায় কতরকম সাপ,
ফল ধরে না—গাছে জন্মে আজ শুধু পাপ!
আশাপ্রদীপ নিভে গেছে তাই,
ভালোবাসার দেয়াল পুড়ে হয়েছে ছাই!
বাতাসে পাপ, বিশ্বাসে পাপ, নিঃশ্বাসে পাপ,
আজ চৌদিকে দেখছি শুধু সাপ আর সাপ।
কালসাপের দংশনে আজ মুমূর্ষু মানুষ,
রেহাই নাই—তবু কারও ফেরে নাকো হুঁশ!
ধ্বসে পড়েছে মানবতার দেয়ালখানি,
কে শোনে আজ যুগধর্মের মহাবাণী?
পাপ জমেছে বিশ্বাসের গাছে,
মুক্তি যে নাই মানুষের কাছে!
সবুজপাতা হয়ে যাচ্ছে খুব জরদ,
রক্তশূন্য দেহে এখন বাড়ছে শুধু পারদ!
সাইয়িদ রফিকুল হক
০৬/০৩/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ হাবিবুল হক চয়ন (নিরব নির্বাসন) ০৮/০৩/২০২০ভাল উপস্থাপ। ❤
-
ফয়জুল মহী ০৭/০৩/২০২০অনন্যসুলভ উপস্থাপন , পাঠে মুগ্ধতা রেখে গেলাম।
-
পি পি আলী আকবর ০৭/০৩/২০২০সত্য
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০৭/০৩/২০২০বাস্তব
-
বোরহানুল ইসলাম লিটন ০৭/০৩/২০২০সত্যের উপস্থাপনা।