প্রভু তোমার রহমতে
প্রভু তোমার রহমতে
সাইয়িদ রফিকুল হক
প্রভু তোমার রহমতে
সুস্থ যেন হই তাড়াতাড়ি,
ক্ষমা তুমি করবে প্রভু
আমার সকল বাড়াবাড়ি।
মানুষ হয়ে বাঁচতে যে চাই
তোমার বিশাল পৃথিবীতে,
পুণ্যবানের তালিকায় তাই
নামটি আমার রেখো মর্ত্যে!
প্রভু তোমার রহমতে
দিনগুলো সব কাটে যেন,
এই জীবনে মুক্তিদাতা
আর তো কেউ নাই তুমি ভিন্ন।
সাইয়িদ রফিকুল হক
০৩/০৩/২০২০
সাইয়িদ রফিকুল হক
প্রভু তোমার রহমতে
সুস্থ যেন হই তাড়াতাড়ি,
ক্ষমা তুমি করবে প্রভু
আমার সকল বাড়াবাড়ি।
মানুষ হয়ে বাঁচতে যে চাই
তোমার বিশাল পৃথিবীতে,
পুণ্যবানের তালিকায় তাই
নামটি আমার রেখো মর্ত্যে!
প্রভু তোমার রহমতে
দিনগুলো সব কাটে যেন,
এই জীবনে মুক্তিদাতা
আর তো কেউ নাই তুমি ভিন্ন।
সাইয়িদ রফিকুল হক
০৩/০৩/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ০৪/০৩/২০২০এক রাশ মুগ্ধতা
-
মোহন দাস (বিষাক্ত কবি) ০৩/০৩/২০২০ভালো
-
স্বপন রোজারিও (মাইকেল) ০৩/০৩/২০২০সুন্দর
-
শাহীন রহমান (রুদ্র) ০৩/০৩/২০২০অনেক ভাল লাগল প্রিয় কবি।শুভেচ্ছা অনন্ত।