পাপপথের যাত্রী
পাপপথের যাত্রী
সাইয়িদ রফিকুল হক
পাপের পথে হেঁটে বুঝি যাচ্ছো তুমি স্বর্গে?
তোমার আশায় গুড়ে বালি—ঠাঁই পাবে যে মর্গে!
স্বগর্গধামের গন্ধ তোমার আসবে নাকো নাকে,
মহাকালের পাপ যে আছে তোমার পথের বাঁকে।
সত্য হলো আশার প্রদীপ—মিথ্যা পাপের তোরণ,
জাহান্নামের পথে গিয়ে বেহেশতে হয় কেউ বরণ?
মূর্খগুলো বোঝে নাতো জীবনপথের সঠিক কোনো রূপ,
অন্ধগুলো কথার জালে তবুও দেখি করে নাতো চুপ!
পাপের পথে যাত্রী হয়ে দেখাও কত ভাব!
বিশ্বজুড়ে সব পাপীদের একইরকম স্বভাব।
একটু যদি মানুষ হতে চাও রে সবে অধম-পাপীর দল,
এখন থেকে পাপের পথে হাঁটা থামাও—বুকে পাবে বল।
সাইয়িদ রফিকুল হক
০২/০২/২০২০
সাইয়িদ রফিকুল হক
পাপের পথে হেঁটে বুঝি যাচ্ছো তুমি স্বর্গে?
তোমার আশায় গুড়ে বালি—ঠাঁই পাবে যে মর্গে!
স্বগর্গধামের গন্ধ তোমার আসবে নাকো নাকে,
মহাকালের পাপ যে আছে তোমার পথের বাঁকে।
সত্য হলো আশার প্রদীপ—মিথ্যা পাপের তোরণ,
জাহান্নামের পথে গিয়ে বেহেশতে হয় কেউ বরণ?
মূর্খগুলো বোঝে নাতো জীবনপথের সঠিক কোনো রূপ,
অন্ধগুলো কথার জালে তবুও দেখি করে নাতো চুপ!
পাপের পথে যাত্রী হয়ে দেখাও কত ভাব!
বিশ্বজুড়ে সব পাপীদের একইরকম স্বভাব।
একটু যদি মানুষ হতে চাও রে সবে অধম-পাপীর দল,
এখন থেকে পাপের পথে হাঁটা থামাও—বুকে পাবে বল।
সাইয়িদ রফিকুল হক
০২/০২/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বপন রোজারিও (মাইকেল) ০২/০৩/২০২০ভালো
-
মোহন দাস (বিষাক্ত কবি) ০২/০৩/২০২০ভালো লেখা
-
ফয়জুল মহী ০২/০৩/২০২০সাবলীল সুন্দর উপস্থাপন ।