মানুষকে ভালোবাসি
মানুষকে ভালোবাসি
মানুষ আমাদের আত্মীয় আবার কখনো-কখনো কেউ-কেউ পরমাত্মীয়। এই মানুষই আমাদের একমাত্র আপনজন। পৃথিবীতে আমাদের জীবনে মানুষের চেয়ে আপনজন আর কেউ নাই। মানুষ আমাদের আত্মার চিরআত্মীয়। এই মানুষকে বাদ দিয়ে কিংবা এড়িয়ে কিংবা অবজ্ঞা করে আমরা কেউই মহৎপ্রাণ মানুষ হতে পারবো না। তাই, মহান স্রষ্টার রাজ্যে সবার আগে আমাদের এই মানুষকে ভালোবাসতে হবে।
আমাদের সকলপ্রকার আপদেবিপদে সবার আগে ছুটে এসে বন্ধুর মতো পাশে দাঁড়ায় একমাত্র মানুষ। আর মানুষই শুধু আমাদের দুঃখ-বেদনা শতভাগ উপলব্ধি করতে পারে। আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত স্বজন হলো এই মানুষ। মানুষের পৃথিবীতে মানুষের বিকল্প আজ কেউই নাই। আমাদের জীবনে মানুষের প্রয়োজনীয়তা চিরঅনস্বীকার্য। এই জীবনে আমরা মানুষকে ভুলে থাকবো কীভাবে? তাই, মানুষকে ভালোবাসি।
মানুষ আমাদের আত্মীয় আবার কখনো-কখনো কেউ-কেউ পরমাত্মীয়। এই মানুষই আমাদের একমাত্র আপনজন। পৃথিবীতে আমাদের জীবনে মানুষের চেয়ে আপনজন আর কেউ নাই। মানুষ আমাদের আত্মার চিরআত্মীয়। এই মানুষকে বাদ দিয়ে কিংবা এড়িয়ে কিংবা অবজ্ঞা করে আমরা কেউই মহৎপ্রাণ মানুষ হতে পারবো না। তাই, মহান স্রষ্টার রাজ্যে সবার আগে আমাদের এই মানুষকে ভালোবাসতে হবে।
আমাদের সকলপ্রকার আপদেবিপদে সবার আগে ছুটে এসে বন্ধুর মতো পাশে দাঁড়ায় একমাত্র মানুষ। আর মানুষই শুধু আমাদের দুঃখ-বেদনা শতভাগ উপলব্ধি করতে পারে। আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত স্বজন হলো এই মানুষ। মানুষের পৃথিবীতে মানুষের বিকল্প আজ কেউই নাই। আমাদের জীবনে মানুষের প্রয়োজনীয়তা চিরঅনস্বীকার্য। এই জীবনে আমরা মানুষকে ভুলে থাকবো কীভাবে? তাই, মানুষকে ভালোবাসি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মহিউদ্দিন রমজান ০৬/০৩/২০২০ঠিক কথা বলেছেন।
-
ইয়াকুব আহসান ০৪/০৩/২০২০মানুষকে ভালোবাসি। ভালো লাগা রেখে গেলাম।
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০৩/০৩/২০২০জীবে প্রেম করে যে জন,
সে জন সেবিছে ঈশ্বর | -
ফয়জুল মহী ০৩/০৩/২০২০মনোমুগ্ধকর লিখনশৈলি ।
-
... ০২/০৩/২০২০যতোই ব্যথিত হও মানুষের সান্নিধ্য ছেড়ো না
মানুষের সাথে থাকো সব দুঃখ দূর হয়ে যাবে,
যতোই আঘাত পাও মানুষকে কিছুতে ছেড়ো না।
-কবি মহাদেব সাহা