আগে ফুল ফুটতো বাগানে
আগে ফুল ফুটতো বাগানে
সাইয়িদ রফিকুল হক
আগে ফুল ফুটতো বাগানে,
এখন ফোটে কত নর্দমায়!
আগে থাকতো ফুল-মালী,
আর এখন দেখি সুইপার!
আমাদের বাগান হচ্ছে এখন ড্রেন
আর নর্দমা হচ্ছে কারও বাগান!
সুইপাররা আজ কারও ঘরের মালী!
মালীদের এখন চাকরি নাই কারো!
ভালোবাসার পথ পরিবর্তন করে
অনেকেই এখন ঘোলাজলে ডুবছে
আর সুখসাঁতারে করছে অবগাহন!
নর্দমার নিকৃষ্ট সুইপারও আজ প্রেমিক!
গোলাপের এখন জাত চলে গেছে,
গোলাপগুলো কাঁদে সুইপারের হাতে!
গোলাপগুলো হাসে সুইপারের গানে!
আমাদের বাগান সুইপার-দখলে।
আগে ফুল ফুটতো বাগানে
আর এখন ফোটে কারো মনোরঞ্জনে
আর কারো খুশিতে, প্রস্রাবের ড্রেনে!
সাইয়িদ রফিকুল হক
২৭/০২/২০২০
সাইয়িদ রফিকুল হক
আগে ফুল ফুটতো বাগানে,
এখন ফোটে কত নর্দমায়!
আগে থাকতো ফুল-মালী,
আর এখন দেখি সুইপার!
আমাদের বাগান হচ্ছে এখন ড্রেন
আর নর্দমা হচ্ছে কারও বাগান!
সুইপাররা আজ কারও ঘরের মালী!
মালীদের এখন চাকরি নাই কারো!
ভালোবাসার পথ পরিবর্তন করে
অনেকেই এখন ঘোলাজলে ডুবছে
আর সুখসাঁতারে করছে অবগাহন!
নর্দমার নিকৃষ্ট সুইপারও আজ প্রেমিক!
গোলাপের এখন জাত চলে গেছে,
গোলাপগুলো কাঁদে সুইপারের হাতে!
গোলাপগুলো হাসে সুইপারের গানে!
আমাদের বাগান সুইপার-দখলে।
আগে ফুল ফুটতো বাগানে
আর এখন ফোটে কারো মনোরঞ্জনে
আর কারো খুশিতে, প্রস্রাবের ড্রেনে!
সাইয়িদ রফিকুল হক
২৭/০২/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইয়াকুব আহসান ২৯/০২/২০২০অপূর্ব!
-
আলমগীর সরকার লিটন ২৯/০২/২০২০এখন সময় এরকমী কিছু করার নেই
-
বিশ্বামিত্র ২৭/০২/২০২০খুব সুন্দর!আবেগের যন্ত্রণা খুব ভাল লাগল।
-
মোঃ হাবিবুল হক চয়ন (নিরব নির্বাসন) ২৭/০২/২০২০সময়োপযোগী লেখ।
-
ফয়জুল মহী ২৭/০২/২০২০অতুলণীয়