নতুন জাতের বর্গী
নতুন জাতের বর্গী
সাইয়িদ রফিকুল হক
নতুন জাতের বর্গী এখন আসছে সোনার দেশে,
সবকিছু যে লুটে নিতে চাচ্ছে চোরের বেশে!
এদের চোখে ভীষণ ক্ষুধা—পেট ভরে না অল্পে,
সচ্ছল হয়েও এরা এখন তুষ্ট নয় যে স্বল্পে!
এই পশুরা সব খেতে চায়—এরা সর্বগ্রাসী,
শায়েস্তা এদের করতে পারে শাস্তি শুধু ফাঁসি।
পশু-মারার অভিযানে রাষ্ট্র দাঁড়াও ঘুরে,
দেশের শত্রু নিধন করতে ভাষণ চাই যে বজ্রসুরে।
নতুন জাতের রাজাকারে খাচ্ছে দেশের সম্পদ,
এরাই এখন দেশের শত্রু—বর্গী-নামের আপদ।
পশুগুলো চিনতে পারি—বাকি শুধু নিধন,
দেশের শত্রু খতম করতে ঐক্য প্রয়োজন।
সাইয়িদ রফিকুল হক
২৭/০২/২০২০
সাইয়িদ রফিকুল হক
নতুন জাতের বর্গী এখন আসছে সোনার দেশে,
সবকিছু যে লুটে নিতে চাচ্ছে চোরের বেশে!
এদের চোখে ভীষণ ক্ষুধা—পেট ভরে না অল্পে,
সচ্ছল হয়েও এরা এখন তুষ্ট নয় যে স্বল্পে!
এই পশুরা সব খেতে চায়—এরা সর্বগ্রাসী,
শায়েস্তা এদের করতে পারে শাস্তি শুধু ফাঁসি।
পশু-মারার অভিযানে রাষ্ট্র দাঁড়াও ঘুরে,
দেশের শত্রু নিধন করতে ভাষণ চাই যে বজ্রসুরে।
নতুন জাতের রাজাকারে খাচ্ছে দেশের সম্পদ,
এরাই এখন দেশের শত্রু—বর্গী-নামের আপদ।
পশুগুলো চিনতে পারি—বাকি শুধু নিধন,
দেশের শত্রু খতম করতে ঐক্য প্রয়োজন।
সাইয়িদ রফিকুল হক
২৭/০২/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আলমগীর সরকার লিটন ২৯/০২/২০২০কবি দা চমৎকার
-
মোঃ হাবিবুল হক চয়ন (নিরব নির্বাসন) ২৮/০২/২০২০চমৎকার লেখ।
-
ফয়জুল মহী ২৮/০২/২০২০মনোহর লেখা। I
-
মোহন দাস (বিষাক্ত কবি) ২৮/০২/২০২০অনবদ্য কাব্য ।