অধঃপতনের শেষসীমানায়
অধঃপতনের শেষসীমানায়
সাইয়িদ রফিকুল হক
আগে দেখতাম পায়ের জুতাগুলো পায়ে-পায়ে থাকতো সারাক্ষণ সবার
আর এখন দেখি প্রচণ্ড দম্ভভরে জুতাগুলো উঠছে কারও-কারও মাথায়!
আর মাথাগুলো যে পায়ে-পায়ে খুশিতে অবিরাম খাচ্ছে গড়াগড়ি!
মাথাগুলো এখন জেনেশুনে নেমে যাচ্ছে অধঃপতিত পায়ের নিচে।
মানুষের মাথার দাম পড়ে গেছে আজ থেকে আরও অনেক আগে,
পায়ের সস্তা জুতা কারও কাছে এখন হয়ে উঠেছে খুব দামি!
জুতার ফিতাগুলো আজ ধমকে ওঠে মহারাজাদের সুরে!
তবু মানুষরূপী অদ্ভুত জানোয়ারগুলো হাসে জুতার নিচে!
জুতার দুঃশাসনে জনতার বক্ষোদেশে ওঠে ভীরুতার প্রবল ঝড়!
জুতামাথায় নিয়ে পদকগলায় হাসে আজ দেশের সেরা বুদ্ধিজীবী!
সাইয়িদ রফিকুল হক
২৪/০২/২০২০
সাইয়িদ রফিকুল হক
আগে দেখতাম পায়ের জুতাগুলো পায়ে-পায়ে থাকতো সারাক্ষণ সবার
আর এখন দেখি প্রচণ্ড দম্ভভরে জুতাগুলো উঠছে কারও-কারও মাথায়!
আর মাথাগুলো যে পায়ে-পায়ে খুশিতে অবিরাম খাচ্ছে গড়াগড়ি!
মাথাগুলো এখন জেনেশুনে নেমে যাচ্ছে অধঃপতিত পায়ের নিচে।
মানুষের মাথার দাম পড়ে গেছে আজ থেকে আরও অনেক আগে,
পায়ের সস্তা জুতা কারও কাছে এখন হয়ে উঠেছে খুব দামি!
জুতার ফিতাগুলো আজ ধমকে ওঠে মহারাজাদের সুরে!
তবু মানুষরূপী অদ্ভুত জানোয়ারগুলো হাসে জুতার নিচে!
জুতার দুঃশাসনে জনতার বক্ষোদেশে ওঠে ভীরুতার প্রবল ঝড়!
জুতামাথায় নিয়ে পদকগলায় হাসে আজ দেশের সেরা বুদ্ধিজীবী!
সাইয়িদ রফিকুল হক
২৪/০২/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
হাফেজ আহমেদ ২৫/০২/২০২০বাস্তবতাকে অসাধারণভাবে কলমের শৈল্পিক রূপ দান করায় অনেক ধন্যবাদ আপনাকে।
-
ফয়জুল মহী ২৫/০২/২০২০বেশ মন ছুঁয়ে গেল লেখা।
-
আলমগীর সরকার লিটন ২৫/০২/২০২০বাস্তবমুখি
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২৫/০২/২০২০খুব ভালো
-
মোহন দাস (বিষাক্ত কবি) ২৪/০২/২০২০ভালো