স্বার্থপর মানুষ
স্বার্থপর মানুষ
সাইয়িদ রফিকুল হক
লোকালয় যে ভাল্লাগেনা—মানুষজন আজ বন্য!
মানুষগুলোর প্রিয় এখন শ্বাপদ-জীবের অরণ্য!
মানুষগুলো যাচ্ছে এখন বনভোজনে রোজ,
নিজ-লোকালয় ছেড়ে তারা করছে কত ভোজ!
মানুষগুলো ফিরবে কবে নিজের আবাসস্থলে?
ঘরবাড়ি সব ফেলে তারা ভাসছে আবার জলে!
নিজের হাতে শহর খেয়ে—খাচ্ছে কত কান্তার,
মানুষগুলো আপনহাতে করছে সবই সংহার!
নিজের দোষে নিজের বসত ধ্বংস করে মানুষ,
সোনার পাহাড় ফেলে এরা ধরছে কত ফানুস!
স্বার্থপর যে হচ্ছে মানুষ—সন্দেহ নাই কোনো,
নিজের হাতে মরবে মানুষ—এই কথাটা জেনো।
সাইয়িদ রফিকুল হক
২৩/০২/২০২০
সাইয়িদ রফিকুল হক
লোকালয় যে ভাল্লাগেনা—মানুষজন আজ বন্য!
মানুষগুলোর প্রিয় এখন শ্বাপদ-জীবের অরণ্য!
মানুষগুলো যাচ্ছে এখন বনভোজনে রোজ,
নিজ-লোকালয় ছেড়ে তারা করছে কত ভোজ!
মানুষগুলো ফিরবে কবে নিজের আবাসস্থলে?
ঘরবাড়ি সব ফেলে তারা ভাসছে আবার জলে!
নিজের হাতে শহর খেয়ে—খাচ্ছে কত কান্তার,
মানুষগুলো আপনহাতে করছে সবই সংহার!
নিজের দোষে নিজের বসত ধ্বংস করে মানুষ,
সোনার পাহাড় ফেলে এরা ধরছে কত ফানুস!
স্বার্থপর যে হচ্ছে মানুষ—সন্দেহ নাই কোনো,
নিজের হাতে মরবে মানুষ—এই কথাটা জেনো।
সাইয়িদ রফিকুল হক
২৩/০২/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অন্তরা রায়ত ২৪/০২/২০২০একদম সঠিক বলেছেন..
-
ফয়জুল মহী ২৪/০২/২০২০সাবলীল সুন্দর উপস্থাপন , ভালো লাগলো ।
-
শাহীন রহমান (রুদ্র) ২৪/০২/২০২০অনেক সুন্দর।
-
মোহন দাস (বিষাক্ত কবি) ২৪/০২/২০২০ভালো
-
আলমগীর সরকার লিটন ২৪/০২/২০২০এই নিয়মে চলছে সব
-
পি পি আলী আকবর ২৪/০২/২০২০সত্যি