ভালোবাসার ভাটা চলছে এখন
ভালোবাসার ভাটা চলছে এখন
সাইয়িদ রফিকুল হক
বুনো হাঁসেদেরও একটা ঠিকানা থাকে,
সারাজীবন তারা সেখানে করে বিচরণ,
অবাধ সাঁতারের সুযোগ রয়েছে তাদের,
আমরা মানুষেরা আজও পাই না ঠিকানা!
আমাদের হৃদয় খুঁজে পায় না কোনো ঠাঁই!
পশুদের হৃদয়ে দেখি অনেক ভালোবাসা,
মানুষের হৃদয় শুধু পুড়ে-পুড়ে কয়লা!
পৃথিবীর কোথায় খুঁজে পাবো আজ প্রেম?
সবখানে এখন দেহ আর কামজের উল্লাস!
ভালোবাসার ভাটা চলছে এখন সর্বত্র,
প্রেমের জোয়ারও বন্ধ হয়ে গেছে চিরতরে।
সাইয়িদ রফিকুল হক
২২/০২/২০২০
সাইয়িদ রফিকুল হক
বুনো হাঁসেদেরও একটা ঠিকানা থাকে,
সারাজীবন তারা সেখানে করে বিচরণ,
অবাধ সাঁতারের সুযোগ রয়েছে তাদের,
আমরা মানুষেরা আজও পাই না ঠিকানা!
আমাদের হৃদয় খুঁজে পায় না কোনো ঠাঁই!
পশুদের হৃদয়ে দেখি অনেক ভালোবাসা,
মানুষের হৃদয় শুধু পুড়ে-পুড়ে কয়লা!
পৃথিবীর কোথায় খুঁজে পাবো আজ প্রেম?
সবখানে এখন দেহ আর কামজের উল্লাস!
ভালোবাসার ভাটা চলছে এখন সর্বত্র,
প্রেমের জোয়ারও বন্ধ হয়ে গেছে চিরতরে।
সাইয়িদ রফিকুল হক
২২/০২/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ হাবিবুল হক চয়ন (নিরব নির্বাসন) ২৯/০২/২০২০চমৎকার কবি
-
বোরহানুল ইসলাম লিটন ২৩/০২/২০২০অনবদ্য উপলব্ধির উপস্থাপনা।
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২৩/০২/২০২০চমৎকার
-
ফয়জুল মহী ২৩/০২/২০২০অতুলনীয় লেখা। । ♥♥
-
আলমগীর সরকার লিটন ২৩/০২/২০২০প্রেম এখন অন্যতরে------------
-
মোহন দাস (বিষাক্ত কবি) ২৩/০২/২০২০ভালো
-
এইচ আর মুন্না ২২/০২/২০২০জোয়ার উঠেছে স্বার্থের-
কবিতা পাঠে মুগ্ধতা রেখে গেলাম -
ফয়জুল মহী ২২/০২/২০২০Excellent