তবুও কেউ নাই
তবুও কেউ নাই
সাইয়িদ রফিকুল হক
নিঃশ্বাস ফেলে
দিনগুলো যায়!
তবুও কেহ
বসে নাই তো
হৃদয়-ছায়ায়!
বুকের ভিতর
চলছে এখন
ধূলিঝড়ের
ভয়াল খেলা,
তবুও কেহ
সমব্যথা
জানালো না
প্রভাতবেলা!
মানুষগুলো
শোনে নাতো
আজ মানুষের
দীর্ঘঃশ্বাস,
সবাই শুধু
যাচ্ছে দিয়ে
কতরকম
মিথ্যা-আশ্বাস!
বিপদ দেখে
লুকিয়েছে
সাতজনমের
মিথ্যা-বিশ্বাস,
একবার কেহ
গর্তে পড়লে
সবাই করে
সর্বনাশ!
এতো কষ্ট
তবুও কেউ নাই
আশেপাশে,
দিনগুলো তাই
যাচ্ছে এখন
কোনরকম
দীর্ঘশ্বাসে।
সাইয়িদ রফিকুল হক
২০/০২/২০২০
সাইয়িদ রফিকুল হক
নিঃশ্বাস ফেলে
দিনগুলো যায়!
তবুও কেহ
বসে নাই তো
হৃদয়-ছায়ায়!
বুকের ভিতর
চলছে এখন
ধূলিঝড়ের
ভয়াল খেলা,
তবুও কেহ
সমব্যথা
জানালো না
প্রভাতবেলা!
মানুষগুলো
শোনে নাতো
আজ মানুষের
দীর্ঘঃশ্বাস,
সবাই শুধু
যাচ্ছে দিয়ে
কতরকম
মিথ্যা-আশ্বাস!
বিপদ দেখে
লুকিয়েছে
সাতজনমের
মিথ্যা-বিশ্বাস,
একবার কেহ
গর্তে পড়লে
সবাই করে
সর্বনাশ!
এতো কষ্ট
তবুও কেউ নাই
আশেপাশে,
দিনগুলো তাই
যাচ্ছে এখন
কোনরকম
দীর্ঘশ্বাসে।
সাইয়িদ রফিকুল হক
২০/০২/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোহন দাস (বিষাক্ত কবি) ২৩/০২/২০২০অনন্য
-
শ.ম. শহীদ ২১/০২/২০২০ভালো লাগা জানিয়ে গেলাম।
ভালো থাকুন কবি। -
স্বপন রোজারিও (মাইকেল) ২১/০২/২০২০চমৎকার
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২১/০২/২০২০সুন্দর
-
পি পি আলী আকবর ২১/০২/২০২০অনবদ্য
-
বোরহানুল ইসলাম লিটন ২১/০২/২০২০অনবদ্য উপস্থাপনা।
-
ফয়জুল মহী ২০/০২/২০২০বিমোহিত হলাম কাব্য চয়নে