বাটপাড় তুই
বাটপাড় তুই
সাইয়িদ রফিকুল হক
বাটপাড় তুই
সাজতে গেলি সাধু!
চাপামেরে মূর্খলোককে
করলি কত জাদু!
ভিতর-বাইরে
রূপ যে তোর ভিন্ন!
ধরা খেয়ে চান্দু তাই তোর
চক্রজাল আজ হলো ছিন্ন।
বাটপাড় তুই
অর্থ চিনে ধরিস শুধু মালদার,
দীন-দুনিয়ায়
তুই যে পাপের বিরাট সর্দার।
ভণ্ডগুলোর অভিনয়ে
মূর্খগুলো হচ্ছে ভীষণ মাতাল,
আলখাল্লাটার মূল আড়ালে
হাসছে কত হিংস্র দাঁতাল!
বাটপাড় তুই
জমিয়েছিস কত ভয়াল ধর্মব্যবসা!
আলখাল্লাটার আড়ালে আজ
চলছে তোদের বিরাটরকম রংতামাশা।
সাইয়িদ রফিকুল হক
১৯/০২/২০২০
সাইয়িদ রফিকুল হক
বাটপাড় তুই
সাজতে গেলি সাধু!
চাপামেরে মূর্খলোককে
করলি কত জাদু!
ভিতর-বাইরে
রূপ যে তোর ভিন্ন!
ধরা খেয়ে চান্দু তাই তোর
চক্রজাল আজ হলো ছিন্ন।
বাটপাড় তুই
অর্থ চিনে ধরিস শুধু মালদার,
দীন-দুনিয়ায়
তুই যে পাপের বিরাট সর্দার।
ভণ্ডগুলোর অভিনয়ে
মূর্খগুলো হচ্ছে ভীষণ মাতাল,
আলখাল্লাটার মূল আড়ালে
হাসছে কত হিংস্র দাঁতাল!
বাটপাড় তুই
জমিয়েছিস কত ভয়াল ধর্মব্যবসা!
আলখাল্লাটার আড়ালে আজ
চলছে তোদের বিরাটরকম রংতামাশা।
সাইয়িদ রফিকুল হক
১৯/০২/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ২০/০২/২০২০সত্যের সাহসী উচ্চারণ।
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২০/০২/২০২০সুন্দর
-
ফয়জুল মহী ১৯/০২/২০২০অসাধারণ! মুগ্ধ