ভালোবাসার একটা বুক
ভালোবাসার একটা বুক
সাইয়িদ রফিকুল হক
বুকপকেটের কলম ভেবে করেছিলাম খুব যত্ন,
তবুও একদিন কেমন করে হারিয়ে গেল সেই রত্ন!
পকেটখানা একেবারে খালি পড়ে রয়েছে আজ,
অনেক কষ্টে বুকপকেটে পড়েছে খুব ভাঁজ!
ভালোবাসার একটা বুকে কেন বাড়ে এতো জ্বালা!
কষ্টমাখা ভগ্নবুকে কেমন করে দিবো একটা তালা?
শরীরব্যথা সেরে যায় খুব—সারে নাকো বুকের ব্যথা,
বুকপকেটের সেই কলমটা থেকে-থেকে বলে কত কথা!
বুকপকেটে কত আদরের স্বপ্নমাখা একটা কলম ছিল!
জানি নাকো কার কোন্ পাপে কলমটা যে কে কেড়ে নিলো!
স্মৃতিমাখা রাতগুলো আজ নীরব-ঘাতক হয়ে আসে বুকপকেটে,
দুঃখনদী জোয়ার আনে—বিষাদিত বুকটা বুঝি কোনদিন যাবে ফেটে!
সাইয়িদ রফিকুল হক
১৮/০২/২০২০
সাইয়িদ রফিকুল হক
বুকপকেটের কলম ভেবে করেছিলাম খুব যত্ন,
তবুও একদিন কেমন করে হারিয়ে গেল সেই রত্ন!
পকেটখানা একেবারে খালি পড়ে রয়েছে আজ,
অনেক কষ্টে বুকপকেটে পড়েছে খুব ভাঁজ!
ভালোবাসার একটা বুকে কেন বাড়ে এতো জ্বালা!
কষ্টমাখা ভগ্নবুকে কেমন করে দিবো একটা তালা?
শরীরব্যথা সেরে যায় খুব—সারে নাকো বুকের ব্যথা,
বুকপকেটের সেই কলমটা থেকে-থেকে বলে কত কথা!
বুকপকেটে কত আদরের স্বপ্নমাখা একটা কলম ছিল!
জানি নাকো কার কোন্ পাপে কলমটা যে কে কেড়ে নিলো!
স্মৃতিমাখা রাতগুলো আজ নীরব-ঘাতক হয়ে আসে বুকপকেটে,
দুঃখনদী জোয়ার আনে—বিষাদিত বুকটা বুঝি কোনদিন যাবে ফেটে!
সাইয়িদ রফিকুল হক
১৮/০২/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
উন্মেষ ২৯/০৩/২০২০খুব ভালো কনসেপ্ট
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ১৯/০২/২০২০বেদনাময় কথামালা।
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১৯/০২/২০২০চমৎকার
-
ফয়জুল মহী ১৮/০২/২০২০অনুপম
-
মোহন দাস (বিষাক্ত কবি) ১৮/০২/২০২০ভালো