জেগে ওঠার গান
জেগে ওঠার গান
সাইয়িদ রফিকুল হক
রাস্তা দিয়ে যাচ্ছিলো সব হাল-ফ্যাশনের মেয়ে,
ডালিম-আভা ফুটছিল যে তপ্ত দু’গাল বেয়ে!
পথের পাশে অনেক যুবক গুমরে ওঠে তাই,
কোনোভাবে কথা বলার একটু সুযোগ চাই!
পথ আগলে একটা যুবক যেই না এলো সামনে,
রূপকুমারীর তর্জনীতে চুপসে গেল কেমনে!
হল্লা করে মেয়ের দলে পিছনফিরে একটুখানি চায়,
বখাটেরা সবখানে আজ এমন করেই বাধা যেন পায়।
ভয় পেয়ো না রূপকুমারী, সাহসটাতে দিবে শুধু শান,
বিশ্বজুড়ে নারীগণের আজকে শুনি জেগে ওঠার গান।
ভয়ের বাধায় তোমরা কেন চলবে পিছনফিরে?
সাহসিকায় বিশ্বজয়ের স্বপ্ন দেখি তোমাদেরই ঘিরে।
সাইয়িদ রফিকুল হক
১৮/০২/২০২০
সাইয়িদ রফিকুল হক
রাস্তা দিয়ে যাচ্ছিলো সব হাল-ফ্যাশনের মেয়ে,
ডালিম-আভা ফুটছিল যে তপ্ত দু’গাল বেয়ে!
পথের পাশে অনেক যুবক গুমরে ওঠে তাই,
কোনোভাবে কথা বলার একটু সুযোগ চাই!
পথ আগলে একটা যুবক যেই না এলো সামনে,
রূপকুমারীর তর্জনীতে চুপসে গেল কেমনে!
হল্লা করে মেয়ের দলে পিছনফিরে একটুখানি চায়,
বখাটেরা সবখানে আজ এমন করেই বাধা যেন পায়।
ভয় পেয়ো না রূপকুমারী, সাহসটাতে দিবে শুধু শান,
বিশ্বজুড়ে নারীগণের আজকে শুনি জেগে ওঠার গান।
ভয়ের বাধায় তোমরা কেন চলবে পিছনফিরে?
সাহসিকায় বিশ্বজয়ের স্বপ্ন দেখি তোমাদেরই ঘিরে।
সাইয়িদ রফিকুল হক
১৮/০২/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আনাস খান ২০/০২/২০২০শুভেচ্ছা রইল অনাগত আগামীর।
-
আলমগীর সরকার লিটন ১৯/০২/২০২০চমৎকার-------
-
ফয়জুল মহী ১৯/০২/২০২০অসাধারণ। খুবই ভালো লাগলো।
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১৯/০২/২০২০ভালো
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১৯/০২/২০২০খুব সুন্দর
-
মোহন দাস (বিষাক্ত কবি) ১৯/০২/২০২০ভালো হয়েছে ।