এই শহরে দেখেছিলাম একটি মেয়ে
এই শহরে দেখেছিলাম একটি মেয়ে
সাইয়িদ রফিকুল হক
বহুদিন পরে এই শহরে দেখেছিলাম একটি মেয়ে,
স্বর্গের আভা ঝরে-ঝরে যেন পড়ছিল তার গাল বেয়ে!
কী যে সুন্দর লাগছিল তাকে! মুখখানা তার চাঁদের মতো,
মুগ্ধচোখে তাই চেয়েছিল হঠাৎ রাস্তার মানুষ কত!
হলুদ-শাড়িতে লাগছিল তাকে হলুদ-পরীর মতো,
অবাক বিস্ময়ে দেখছিল তাকে রাস্তার মানুষ যত!
গাত্রবর্ণ তার ছিল একদম কাঁচাহলুদের মতো মনোলোভা,
অপরূপা সে যে! সারাদেহে তার ছিল একেবারে স্বর্গের আভা।
বহুদিন পরে এই শহরে দেখেছিলাম মনের মতো একটি মেয়ে,
ক্ষণিক-দেখায় পারি নাই তার ঠিকানাটা একবারও চেয়ে নিতে!
ঘোরবিস্ময়ে মাঝ-রাস্তায় ছিলাম শুধু অপলক চেয়ে!
খুব বেসামাল মোহনীয় রূপে সে যে ছিল অতি তিলোত্তমা,
আরো একদিন যদি দেখা দিতো নাম না জানা সেই মধুরিমা!
সাইয়িদ রফিকুল হক
১৬/০২/২০২০
সাইয়িদ রফিকুল হক
বহুদিন পরে এই শহরে দেখেছিলাম একটি মেয়ে,
স্বর্গের আভা ঝরে-ঝরে যেন পড়ছিল তার গাল বেয়ে!
কী যে সুন্দর লাগছিল তাকে! মুখখানা তার চাঁদের মতো,
মুগ্ধচোখে তাই চেয়েছিল হঠাৎ রাস্তার মানুষ কত!
হলুদ-শাড়িতে লাগছিল তাকে হলুদ-পরীর মতো,
অবাক বিস্ময়ে দেখছিল তাকে রাস্তার মানুষ যত!
গাত্রবর্ণ তার ছিল একদম কাঁচাহলুদের মতো মনোলোভা,
অপরূপা সে যে! সারাদেহে তার ছিল একেবারে স্বর্গের আভা।
বহুদিন পরে এই শহরে দেখেছিলাম মনের মতো একটি মেয়ে,
ক্ষণিক-দেখায় পারি নাই তার ঠিকানাটা একবারও চেয়ে নিতে!
ঘোরবিস্ময়ে মাঝ-রাস্তায় ছিলাম শুধু অপলক চেয়ে!
খুব বেসামাল মোহনীয় রূপে সে যে ছিল অতি তিলোত্তমা,
আরো একদিন যদি দেখা দিতো নাম না জানা সেই মধুরিমা!
সাইয়িদ রফিকুল হক
১৬/০২/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
তাবেরী ১৮/০২/২০২০দারুণ
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১৭/০২/২০২০বেশ ভালো হয়েছে
-
আলমগীর সরকার লিটন ১৭/০২/২০২০চমৎকার
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১৬/০২/২০২০ভালো
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১৬/০২/২০২০good
-
ফয়জুল মহী ১৬/০২/২০২০মনোরম ও মনোহর লেখা।
-
মোহন দাস (বিষাক্ত কবি) ১৬/০২/২০২০খুবি সুন্দর