অসঙ্গতির চাপে পড়ে
অসঙ্গতির চাপে পড়ে
সাইয়িদ রফিকুল হক
শরীরঘেঁষা দানবগুলো পাচ্ছে অনেক আদর,
ভালোমানুষ ভদ্র বলে কারও কাছে বাঁদর!
জগতজুড়ে চলছে এখন পাগলামি আর ভণ্ডামি,
আজ বয়ফ্রেন্ডের ভয়ে পালায় কতজনের স্বামী!
মানুষজনের রুচিবোধের নাই যে কোনো ঠিক,
শরীরঘেঁষা দানবগুলোর আস্ফালন তাই চারিদিক!
ভদ্রলোকে পালিয়ে রয়—সমাজ তাদের শত্রু যেন!
দুষ্টুলোকের প্রসার করে শিষ্টজনের দমন কেন?
অসঙ্গতির চাপে পড়ে মরছে মানুষ ধুঁকে-ধুঁকে,
কষ্টগুলো বুলেট হয়ে বিঁধছে যেন সবার বুকে!
কাষ্ঠহাসি লেগে আছে ভুক্তভোগী সবার মুখে,
এই জ্বালাতে মানুষজনে কেমনে থাকে একটু সুখে?
সাইয়িদ রফিকুল হক
১৩/০২/২০২০
সাইয়িদ রফিকুল হক
শরীরঘেঁষা দানবগুলো পাচ্ছে অনেক আদর,
ভালোমানুষ ভদ্র বলে কারও কাছে বাঁদর!
জগতজুড়ে চলছে এখন পাগলামি আর ভণ্ডামি,
আজ বয়ফ্রেন্ডের ভয়ে পালায় কতজনের স্বামী!
মানুষজনের রুচিবোধের নাই যে কোনো ঠিক,
শরীরঘেঁষা দানবগুলোর আস্ফালন তাই চারিদিক!
ভদ্রলোকে পালিয়ে রয়—সমাজ তাদের শত্রু যেন!
দুষ্টুলোকের প্রসার করে শিষ্টজনের দমন কেন?
অসঙ্গতির চাপে পড়ে মরছে মানুষ ধুঁকে-ধুঁকে,
কষ্টগুলো বুলেট হয়ে বিঁধছে যেন সবার বুকে!
কাষ্ঠহাসি লেগে আছে ভুক্তভোগী সবার মুখে,
এই জ্বালাতে মানুষজনে কেমনে থাকে একটু সুখে?
সাইয়িদ রফিকুল হক
১৩/০২/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
নুর হোসেন ১৪/০২/২০২০চমৎকার!
-
শাহীন রহমান (রুদ্র) ১৩/০২/২০২০একদম ঠিক।অনেক ভালো লাগল প্রিয় কবি।
-
স্বপন রোজারিও (মাইকেল) ১৩/০২/২০২০খুব সুন্দর
-
ফয়জুল মহী ১৩/০২/২০২০Excellent.
-
মো.রিদওয়ান আল হাসান ১৩/০২/২০২০সুন্দর।
-
মোহন দাস (বিষাক্ত কবি) ১৩/০২/২০২০বাহ