মনের ময়লা
মনের ময়লা
সাইয়িদ রফিকুল হক
কাপড় কাচার মতো করে মনের ময়লা যদি পারতাম বের করে দিতে
তবে বন্ধু কী যে শান্তি আসতো আমাদের এই পৃথিবীতে।
মনের মধ্যে কেমন করে জমে যে এতো ময়লা!
মনটা পুড়ে দিনে-দিনে কেন যে হয় এমন কয়লা!
ভালোবাসার এমন একটা মনের মধ্যে বাসা বাঁধে ক্রোধ-ময়লা,
মনের ভিতর বারুদ জমে, বিস্ফোরণে পড়ে থাকে অগণিত কয়লা!
মনের ব্যাধি তাড়াতে আজ নিতে হবে বিরাটবড় শপথ,
ক্রোধ-ময়লা না তাড়ালে জীবনটা যে হবে ভীষণ শ্লথ।
রাগারাগি মানুষের নয়—এসব বন্ধু, খোদ পশুদের অলংকার,
মানুষ হলে ক্রোধরাগ ছেড়ে সবাইকে আজ ভালেবেসে কর নমস্কার।
এসো বন্ধু, জীবনের এই অল্পসল্প পরিসরে ঝেড়ে ফেলি সকল রাগ,
আজকে থেকে আমাদের এই মনের মধ্যে জন্মে যেন চিরায়ত অনুরাগ।
সাইয়িদ রফিকুল হক
১০/০২/২০২০
সাইয়িদ রফিকুল হক
কাপড় কাচার মতো করে মনের ময়লা যদি পারতাম বের করে দিতে
তবে বন্ধু কী যে শান্তি আসতো আমাদের এই পৃথিবীতে।
মনের মধ্যে কেমন করে জমে যে এতো ময়লা!
মনটা পুড়ে দিনে-দিনে কেন যে হয় এমন কয়লা!
ভালোবাসার এমন একটা মনের মধ্যে বাসা বাঁধে ক্রোধ-ময়লা,
মনের ভিতর বারুদ জমে, বিস্ফোরণে পড়ে থাকে অগণিত কয়লা!
মনের ব্যাধি তাড়াতে আজ নিতে হবে বিরাটবড় শপথ,
ক্রোধ-ময়লা না তাড়ালে জীবনটা যে হবে ভীষণ শ্লথ।
রাগারাগি মানুষের নয়—এসব বন্ধু, খোদ পশুদের অলংকার,
মানুষ হলে ক্রোধরাগ ছেড়ে সবাইকে আজ ভালেবেসে কর নমস্কার।
এসো বন্ধু, জীবনের এই অল্পসল্প পরিসরে ঝেড়ে ফেলি সকল রাগ,
আজকে থেকে আমাদের এই মনের মধ্যে জন্মে যেন চিরায়ত অনুরাগ।
সাইয়িদ রফিকুল হক
১০/০২/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোখলেছুর রহমান ১২/০২/২০২০
-
ফয়জুল মহী ১১/০২/২০২০মনোমুগ্ধকর উপস্থাপন
-
মোঃ হাবিবুল হক চয়ন (নিরব নির্বাসন) ১০/০২/২০২০চমৎকার হয়েছে।
-
মোহন দাস (বিষাক্ত কবি) ১০/০২/২০২০খুব ভালো
তাই ময়লা লাগলেও বুঝি না ...