কেউ বোঝে না
কেউ বোঝে না
সাইয়িদ রফিকুল হক
কেউ বোঝে না দুঃখভরা মন,
সবাই যেন নিষ্ঠুর স্বজন!
বুকের ভিতর দুঃখের নদী,
একলা মনে সাঁতার কাটি রোজ,
এই জীবনে কেউ তো তবুও
নিলো নাকো কোনোদিন তার একটু খোঁজ!
ভালোবাসার একটা স্বজন কোথায় আছে?
ঠিকানা দাও—একছুটে যাবো তার কাছে।
বুকের ব্যথা একটু কমবে—এমন স্বজন খুঁজি,
ভালোবাসার দোসর নাই তো—শত্রুর সঙ্গে যুঝি!
কেউ বোঝে না দুঃখভরা কারও মন,
সবখানে আজ চিরায়ত কংসমামা-স্বজন!
ভালোবাসার একটা নদী বয় না কেন হৃদয়ে?
মানুষগুলো নিষ্ঠুর হচ্ছে আজ এমন কার ভয়ে?
কেউ বোঝে না ভালোবাসার একটুখানি আকুতি,
কারও কাছে আজকে আমার নেই আর মিনতী!
সাইয়িদ রফিকুল হক
০৮/০২/২০২০
সাইয়িদ রফিকুল হক
কেউ বোঝে না দুঃখভরা মন,
সবাই যেন নিষ্ঠুর স্বজন!
বুকের ভিতর দুঃখের নদী,
একলা মনে সাঁতার কাটি রোজ,
এই জীবনে কেউ তো তবুও
নিলো নাকো কোনোদিন তার একটু খোঁজ!
ভালোবাসার একটা স্বজন কোথায় আছে?
ঠিকানা দাও—একছুটে যাবো তার কাছে।
বুকের ব্যথা একটু কমবে—এমন স্বজন খুঁজি,
ভালোবাসার দোসর নাই তো—শত্রুর সঙ্গে যুঝি!
কেউ বোঝে না দুঃখভরা কারও মন,
সবখানে আজ চিরায়ত কংসমামা-স্বজন!
ভালোবাসার একটা নদী বয় না কেন হৃদয়ে?
মানুষগুলো নিষ্ঠুর হচ্ছে আজ এমন কার ভয়ে?
কেউ বোঝে না ভালোবাসার একটুখানি আকুতি,
কারও কাছে আজকে আমার নেই আর মিনতী!
সাইয়িদ রফিকুল হক
০৮/০২/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অভিমানী ছেলে ০৯/০২/২০২০দারুণ
-
আরাফাত বিন হাসান ০৯/০২/২০২০আহা ভালোবাসা!
-
পি পি আলী আকবর ০৯/০২/২০২০সুন্দর
-
আলমগীর সরকার লিটন ০৯/০২/২০২০সুন্দর
-
মোহন দাস (বিষাক্ত কবি) ০৯/০২/২০২০বাস্তবতা । ভালো ।
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০৯/০২/২০২০ধৈর্য ধরুন সকলেই বুঝবে...
সুন্দর লেখা!