আজ আমি হাসবো না
আজ আমি হাসবো না
সাইয়িদ রফিকুল হক
আজ আমি হাসবো না,
আজ আমি শুধু কাঁদবো।
আজ আমি কোনো গান গাইবো না,
আজ আমি শুধু তোমার দুঃখে
গভীর সমব্যথায় ভালোবেসে কাঁদবো।
আজ আমি কোনো আনন্দে অবগাহন করবো না,
আজ আমি তোমার শোকাহত হৃদয়ের পাশে থাকবো,
আজ আমি তোমার কান্নাভেজা হৃদয়কে জড়িয়ে ধরবো
আর তোমার দুঃখগুলোকে আজ নিজের দুঃখ ভেবে
ভালোবাসার চোখে জল ঝরাবো মুষলধারে।
আজ আমি তোমার কষ্ট দেখে আনন্দ অনুভব করবো না,
আজ আমি তোমার দেওয়া সকল কষ্ট ভুলে যাবো
আর তোমার উপহাসের নির্মম চিত্র চিরতরে ভুলে
তোমার পাশে বসে অবিরত শোনাবো সান্ত্বনার বাণী।
আজ আমি তোমার দুঃখগুলোকে নিজের দুঃখ ভেবে
ভালোবাসার অমিয়ধারা বর্ষণ করে
চিরদিনের আপনজনের মতো কাঁদবো।
সাইয়িদ রফিকুল হক
০৪/০২/২০২০
সাইয়িদ রফিকুল হক
আজ আমি হাসবো না,
আজ আমি শুধু কাঁদবো।
আজ আমি কোনো গান গাইবো না,
আজ আমি শুধু তোমার দুঃখে
গভীর সমব্যথায় ভালোবেসে কাঁদবো।
আজ আমি কোনো আনন্দে অবগাহন করবো না,
আজ আমি তোমার শোকাহত হৃদয়ের পাশে থাকবো,
আজ আমি তোমার কান্নাভেজা হৃদয়কে জড়িয়ে ধরবো
আর তোমার দুঃখগুলোকে আজ নিজের দুঃখ ভেবে
ভালোবাসার চোখে জল ঝরাবো মুষলধারে।
আজ আমি তোমার কষ্ট দেখে আনন্দ অনুভব করবো না,
আজ আমি তোমার দেওয়া সকল কষ্ট ভুলে যাবো
আর তোমার উপহাসের নির্মম চিত্র চিরতরে ভুলে
তোমার পাশে বসে অবিরত শোনাবো সান্ত্বনার বাণী।
আজ আমি তোমার দুঃখগুলোকে নিজের দুঃখ ভেবে
ভালোবাসার অমিয়ধারা বর্ষণ করে
চিরদিনের আপনজনের মতো কাঁদবো।
সাইয়িদ রফিকুল হক
০৪/০২/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পি পি আলী আকবর ০৬/০২/২০২০ভালো
-
আলমগীর সরকার লিটন ০৫/০২/২০২০অসাধারণ এক ভাবনা---------
-
মোহন দাস (বিষাক্ত কবি) ০৪/০২/২০২০ভালো রচনা