ভোটের খেলা খেলতে গিয়ে
ভোটের খেলা খেলতে গিয়ে
সাইয়িদ রফিকুল হক
ভোটের খেলা খেলতে গিয়ে হেরে গেলি তুই,
নিজের দোষে বিজেতারে ফুটাও কেন সুঁই?
জনগণের ঘৃণা খেয়ে দিচ্ছো কাকে দোষ?
বিজেতারে মেনে নিয়ে কমাও মনের রোষ।
মাস্তানিটা ছিল আগে বাক্স ভরতে মনের সুখে,
ভোটচুরিতে বিরাট হাসি দেখছি তোমার মুখে।
এখন তোমার সুযোগ নাই যে—তাইতে এতো রোষ,
জনসেবার সুযোগ চাইলে খোঁজো তোমার দোষ।
ভোটের খেলায় হেরে গিয়ে দাঁড়াও তুমি ঘুরে,
কাউকে ধমক আর দিয়ো না এমন কঠিন সুরে।
জনগণকে ভালোবেসে পেতে পারো ভোট,
নইলে কিন্তু ভোট পাবে না দেশের শত্রুজোট।
সাইয়িদ রফিকুল হক
০২/০২/২০২০
সাইয়িদ রফিকুল হক
ভোটের খেলা খেলতে গিয়ে হেরে গেলি তুই,
নিজের দোষে বিজেতারে ফুটাও কেন সুঁই?
জনগণের ঘৃণা খেয়ে দিচ্ছো কাকে দোষ?
বিজেতারে মেনে নিয়ে কমাও মনের রোষ।
মাস্তানিটা ছিল আগে বাক্স ভরতে মনের সুখে,
ভোটচুরিতে বিরাট হাসি দেখছি তোমার মুখে।
এখন তোমার সুযোগ নাই যে—তাইতে এতো রোষ,
জনসেবার সুযোগ চাইলে খোঁজো তোমার দোষ।
ভোটের খেলায় হেরে গিয়ে দাঁড়াও তুমি ঘুরে,
কাউকে ধমক আর দিয়ো না এমন কঠিন সুরে।
জনগণকে ভালোবেসে পেতে পারো ভোট,
নইলে কিন্তু ভোট পাবে না দেশের শত্রুজোট।
সাইয়িদ রফিকুল হক
০২/০২/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোহন দাস (বিষাক্ত কবি) ০২/০২/২০২০চমৎকার ।
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০২/০২/২০২০বাস্তব সত্য
-
মোহাম্মদ ফারুক হোসাইন ০২/০২/২০২০ভালো
-
ফয়জুল মহী ০২/০২/২০২০সাবলীল সুন্দর উপস্থাপন ।
-
শাহীন রহমান (রুদ্র) ০২/০২/২০২০বাহ সুন্দর লাগল।শুভকামনা কবি।