তোমাদের বিরুদ্ধে বলার কিছু নাই
তোমাদের বিরুদ্ধে বলার কিছু নাই
সাইয়িদ রফিকুল হক
তোমাদের বিরুদ্ধে আজ আমি আর কোনো অভিযোগ করি না,
তোমাদের বিরুদ্ধে আজ আমি আর কোনো অনুযোগ করি না,
তোমাদের বিরুদ্ধে আজ আমি আর কোনো ঘৃণা প্রকাশ করি না,
তোমাদের এই নির্লজ্জ আচরণে আজ আমি নিজে শুধু লজ্জিত।
তোমাদের বিরুদ্ধে আজ আমার বলার তেমন কিছুই নাই,
তোমাদের বিরুদ্ধে আজ আমি নতুন কিছুই বলতে চাই না,
তোমাদের বিরুদ্ধে আজ আমার কোনো বীতরাগ নাই,
তোমাদের মানবতাবিরোধী অপকাণ্ডে আজ আমি বড়ই বিমর্ষ।
তোমাদের বিরুদ্ধে অভিযোগ করার চেয়ে নিশ্চুপ থাকা ভালো,
তোমাদের সঙ্গে রয়েছে পৃথিবীর সকল শয়তানের যোগসূত্র,
তোমাদের বিরুদ্ধে নালিশ করে কখনো কিছু হবে না,
তোমরা হলে এই সমাজের সবচেয়ে জঘন্য আইনলংঘনকারী।
সাইয়িদ রফিকুল হক
২৯/০১/২০২০
সাইয়িদ রফিকুল হক
তোমাদের বিরুদ্ধে আজ আমি আর কোনো অভিযোগ করি না,
তোমাদের বিরুদ্ধে আজ আমি আর কোনো অনুযোগ করি না,
তোমাদের বিরুদ্ধে আজ আমি আর কোনো ঘৃণা প্রকাশ করি না,
তোমাদের এই নির্লজ্জ আচরণে আজ আমি নিজে শুধু লজ্জিত।
তোমাদের বিরুদ্ধে আজ আমার বলার তেমন কিছুই নাই,
তোমাদের বিরুদ্ধে আজ আমি নতুন কিছুই বলতে চাই না,
তোমাদের বিরুদ্ধে আজ আমার কোনো বীতরাগ নাই,
তোমাদের মানবতাবিরোধী অপকাণ্ডে আজ আমি বড়ই বিমর্ষ।
তোমাদের বিরুদ্ধে অভিযোগ করার চেয়ে নিশ্চুপ থাকা ভালো,
তোমাদের সঙ্গে রয়েছে পৃথিবীর সকল শয়তানের যোগসূত্র,
তোমাদের বিরুদ্ধে নালিশ করে কখনো কিছু হবে না,
তোমরা হলে এই সমাজের সবচেয়ে জঘন্য আইনলংঘনকারী।
সাইয়িদ রফিকুল হক
২৯/০১/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃআব্দুল্লাহ্ আল মামুন ৩০/০১/২০২০সুন্দর উপস্থাপন করেছেন কবি
-
শাহীন রহমান (রুদ্র) ২৯/০১/২০২০অসাধারণ কবিতা