মধুলোভীদের ধর্মপ্রেম
মধুলোভীদের ধর্মপ্রেম
সাইয়িদ রফিকুল হক
ভণ্ডের মাঠে এখন আবাদ হচ্ছে ধর্মের শস্য!
মধুলোভীরা ভিড় জমায় এর আশেপাশে,
বেহেশতের আশায় বপন করছে পাপের বীজ!
মানুষখুনীরা খেলছে কতরকম ধর্মখেলা!
সারাগায়ে যার লেগে আছে রক্তের দাগ
সেও এখন করে বিরাট এক বেহেশতের আশা!
লেবাসধারীদের তাণ্ডবে কবে পালিয়েছে ধার্মিক,
মাঠেঘাটে এখন চিৎকার করছে অর্থলোভীর দল!
টর্চলাইট কিংবা সার্চলাইট জ্বালিয়েও তোমরা কেউ
এখন পারবে না সত্যিকারের ধার্মিকের চেহারা দেখতে!
আগাছায় ভরে গেছে আমাদের ফসলের মাঠগুলো,
পরগাছায় খেয়ে ফেলছে আমাদের সকল উপাসনালয়।
রক্তমাখা হাতগুলো কী এক ধৃষ্টতায় স্পর্শ করছে ধর্মগ্রন্থগুলো!
এদের করতলে নাকি মওজুদ রয়েছে বেহেশতো আর দোজখ!
অকাট মূর্খগুলো মাছির মতো ভন ভন করছে এদের চারপাশে!
দোজখের দারওয়ানও এখন ধর্ম নিয়ে করছে বিরাট টেন্ডারবাজি!
সবখানে এখন মধুলোভী সরীসৃপদের ধর্মপ্রেমের বিশাল মহড়া!
মানুষের অভাবে আজ ধর্মের মাঠে পশুদের নগ্ন-উল্লাসের ঢেউ!
সাইয়িদ রফিকুল হক
২৮/০১/২০২০
সাইয়িদ রফিকুল হক
ভণ্ডের মাঠে এখন আবাদ হচ্ছে ধর্মের শস্য!
মধুলোভীরা ভিড় জমায় এর আশেপাশে,
বেহেশতের আশায় বপন করছে পাপের বীজ!
মানুষখুনীরা খেলছে কতরকম ধর্মখেলা!
সারাগায়ে যার লেগে আছে রক্তের দাগ
সেও এখন করে বিরাট এক বেহেশতের আশা!
লেবাসধারীদের তাণ্ডবে কবে পালিয়েছে ধার্মিক,
মাঠেঘাটে এখন চিৎকার করছে অর্থলোভীর দল!
টর্চলাইট কিংবা সার্চলাইট জ্বালিয়েও তোমরা কেউ
এখন পারবে না সত্যিকারের ধার্মিকের চেহারা দেখতে!
আগাছায় ভরে গেছে আমাদের ফসলের মাঠগুলো,
পরগাছায় খেয়ে ফেলছে আমাদের সকল উপাসনালয়।
রক্তমাখা হাতগুলো কী এক ধৃষ্টতায় স্পর্শ করছে ধর্মগ্রন্থগুলো!
এদের করতলে নাকি মওজুদ রয়েছে বেহেশতো আর দোজখ!
অকাট মূর্খগুলো মাছির মতো ভন ভন করছে এদের চারপাশে!
দোজখের দারওয়ানও এখন ধর্ম নিয়ে করছে বিরাট টেন্ডারবাজি!
সবখানে এখন মধুলোভী সরীসৃপদের ধর্মপ্রেমের বিশাল মহড়া!
মানুষের অভাবে আজ ধর্মের মাঠে পশুদের নগ্ন-উল্লাসের ঢেউ!
সাইয়িদ রফিকুল হক
২৮/০১/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ২৯/০১/২০২০চমৎকার ।
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২৯/০১/২০২০আপনি ভালোই লেখেন |
-
মোহন দাস (বিষাক্ত কবি) ২৮/০১/২০২০খুব ভালো