বদ্ধমনের প্রাচীর ভেঙে
বদ্ধমনের প্রাচীর ভেঙে
সাইয়িদ রফিকুল হক
মনের দরজা খুলে দাও
হৃদয়ের দরজা খুলে দাও
বদ্ধমনের প্রাচীর ভেঙে ফেল একঝটকায়!
মনখুলে হাসো আজ সবাই
হৃদয়ভরে ভালোবাসো সবাই
সকীর্ণতার সকল বেড়াজাল ছিন্ন কর আজ।
মনটাকে কর আজ কলুষমুক্ত
আকাশের মতো কর হৃদয়টাকে
বেরিয়ে আসো সবাই বদ্ধমনের প্রাচীর ভেঙে।
মানুষ হওয়ার চেষ্টা কর সবাই
ভণ্ডধার্মিক সেজো না কেউ আর
ভণ্ডামির প্রাচীর ভেঙে হও রে আসল মানুষ।
সাইয়িদ রফিকুল হক
২৫/০১/২০২০
সাইয়িদ রফিকুল হক
মনের দরজা খুলে দাও
হৃদয়ের দরজা খুলে দাও
বদ্ধমনের প্রাচীর ভেঙে ফেল একঝটকায়!
মনখুলে হাসো আজ সবাই
হৃদয়ভরে ভালোবাসো সবাই
সকীর্ণতার সকল বেড়াজাল ছিন্ন কর আজ।
মনটাকে কর আজ কলুষমুক্ত
আকাশের মতো কর হৃদয়টাকে
বেরিয়ে আসো সবাই বদ্ধমনের প্রাচীর ভেঙে।
মানুষ হওয়ার চেষ্টা কর সবাই
ভণ্ডধার্মিক সেজো না কেউ আর
ভণ্ডামির প্রাচীর ভেঙে হও রে আসল মানুষ।
সাইয়িদ রফিকুল হক
২৫/০১/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ২৬/০১/২০২০Awesome
-
মোহন দাস (বিষাক্ত কবি) ২৬/০১/২০২০অনন্য
-
মোঃ হাবিবুল হক চয়ন (নিরব নির্বাসন) ২৬/০১/২০২০সুন্দর।
-
পি পি আলী আকবর ২৬/০১/২০২০সুন্দর
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২৬/০১/২০২০অপূর্ব
-
ইবনে মিজান ২৫/০১/২০২০সুন্দর আহবান