অসঙ্গতি
অসঙ্গতি
সাইয়িদ রফিকুল হক
মুখে ছিল হাসি
মনে ছিল কান্না,
পাঁজরের হাড় ভাঙা,
বুকের ভিতরে হচ্ছে
অনেক কাবাব রান্না!
স্বপ্ন ছিল মনে
আশা ছিল বুকে,
গান গেয়েছিল মন
ভালোবাসার সুখে!
প্রচণ্ড ঝড়ে তবু সব গেল উড়ে!
হাসিটুকু আজ আছে শুধু মুখে।
সাইয়িদ রফিকুল হক
২৪/০১/২০২০
সাইয়িদ রফিকুল হক
মুখে ছিল হাসি
মনে ছিল কান্না,
পাঁজরের হাড় ভাঙা,
বুকের ভিতরে হচ্ছে
অনেক কাবাব রান্না!
স্বপ্ন ছিল মনে
আশা ছিল বুকে,
গান গেয়েছিল মন
ভালোবাসার সুখে!
প্রচণ্ড ঝড়ে তবু সব গেল উড়ে!
হাসিটুকু আজ আছে শুধু মুখে।
সাইয়িদ রফিকুল হক
২৪/০১/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ২৫/০১/২০২০দারুণ ছন্দ বর্ণ ।
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২৫/০১/২০২০অসাম
-
ইবনে মিজান ২৪/০১/২০২০ভালো
-
মোহন দাস (বিষাক্ত কবি) ২৪/০১/২০২০ভালো
-
মেহেদি হাসান আবিদ ২৪/০১/২০২০অসাধারন