খুব সাধারণ মানুষ আমরা
খুব সাধারণ মানুষ আমরা
সাইয়িদ রফিকুল হক
কঠিন কথা লিখতে আমি পারি নাকো বন্ধু,
এই জীবনে সহজ কথা বলতে জানি শুধু।
আমার কথায় পাবে নাকো হয়তো তেমন রস,
তবে বন্ধু, কথার ভিতর থাকবে নাকো কষ।
হিংসাভরা পিতলা রসের বলি নাকো কথা,
অনেক কষ্টে এই জীবনে ঠিক রেখেছি মাথা।
অনেকজনই লোভআগুনে হচ্ছে ভীষণ পাগল,
এদের আবার বন্ধু আছে উচ্চজাতের ছাগল!
খুব সাধারণ মানুষ আমি সহজ আমার ভাষা,
এই জগতে বিরাট কোনো করি নাতো আশা।
জীবনটাকে সরলপথে নিচ্ছি শুধু ঠেলে,
পরমআত্মা অনেক মধু দিচ্ছে রোজই ঢেলে!
বড়কথার বিরাট স্বপ্ন দেখতে আমার মানা,
এসব নাকি দেখবে এখন যুগজনমের কানা!
যাদের হাতে অনেক টাকা গরম তাদের মাথা,
খুব সাধারণ মানুষ আমরা শুনি সবার কথা।
সাইয়িদ রফিকুল হক
২৩/০১/২০২০
সাইয়িদ রফিকুল হক
কঠিন কথা লিখতে আমি পারি নাকো বন্ধু,
এই জীবনে সহজ কথা বলতে জানি শুধু।
আমার কথায় পাবে নাকো হয়তো তেমন রস,
তবে বন্ধু, কথার ভিতর থাকবে নাকো কষ।
হিংসাভরা পিতলা রসের বলি নাকো কথা,
অনেক কষ্টে এই জীবনে ঠিক রেখেছি মাথা।
অনেকজনই লোভআগুনে হচ্ছে ভীষণ পাগল,
এদের আবার বন্ধু আছে উচ্চজাতের ছাগল!
খুব সাধারণ মানুষ আমি সহজ আমার ভাষা,
এই জগতে বিরাট কোনো করি নাতো আশা।
জীবনটাকে সরলপথে নিচ্ছি শুধু ঠেলে,
পরমআত্মা অনেক মধু দিচ্ছে রোজই ঢেলে!
বড়কথার বিরাট স্বপ্ন দেখতে আমার মানা,
এসব নাকি দেখবে এখন যুগজনমের কানা!
যাদের হাতে অনেক টাকা গরম তাদের মাথা,
খুব সাধারণ মানুষ আমরা শুনি সবার কথা।
সাইয়িদ রফিকুল হক
২৩/০১/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোহন দাস (বিষাক্ত কবি) ২৪/০১/২০২০সত্য । খুব ভালো কথা ।
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২৪/০১/২০২০নাইস রাইট
-
মোঃ হাবিবুল হক চয়ন (নিরব নির্বাসন) ২৪/০১/২০২০সমাজের বর্তমান প্রতিচ্ছবি উঠে এসেছে কবিতা। এক কথায় চমৎকার