তোমাকে কিছু বলতে চাই না
তোমাকে কিছু বলতে চাই না
সাইয়িদ রফিকুল হক
তোমাকে কিছু বলতে চাই না,
বলার ইচ্ছেটা মরে গেছে সেই কবে!
তোমাকে আর কিছু বলতে চাই না।
তুমি একটু ভালো থেকো,
অনেকের সঙ্গে অনেক বেশি মাখামাখি কোরো না,
শেষে নিজের ভুলে ঘাতক এইডসে ভুগবে জীবনভর।
তোমাকে আজ তেমন-কিছুই বলতে চাই না,
শুধু দেখছি, তুমি জীবনের সরলপথটা বিসর্জন দিয়ে
কেমন করে যেন খামচে ধরেছো বক্রপথের অগ্নিরশিটা!
তোমার এখন অনেক বুদ্ধি! অনেক তোমার জ্ঞান-গরিমা!
তাইতে এখন তোমার বয়ফ্রেন্ডের সংখ্যা কমপক্ষে হাফ ডজন!
তোমাকে কিছু বলতে চাই না, তোমাকে কিছু বলতে চাই না,...।
সাইয়িদ রফিকুল হক
২০/০১/২০২০
সাইয়িদ রফিকুল হক
তোমাকে কিছু বলতে চাই না,
বলার ইচ্ছেটা মরে গেছে সেই কবে!
তোমাকে আর কিছু বলতে চাই না।
তুমি একটু ভালো থেকো,
অনেকের সঙ্গে অনেক বেশি মাখামাখি কোরো না,
শেষে নিজের ভুলে ঘাতক এইডসে ভুগবে জীবনভর।
তোমাকে আজ তেমন-কিছুই বলতে চাই না,
শুধু দেখছি, তুমি জীবনের সরলপথটা বিসর্জন দিয়ে
কেমন করে যেন খামচে ধরেছো বক্রপথের অগ্নিরশিটা!
তোমার এখন অনেক বুদ্ধি! অনেক তোমার জ্ঞান-গরিমা!
তাইতে এখন তোমার বয়ফ্রেন্ডের সংখ্যা কমপক্ষে হাফ ডজন!
তোমাকে কিছু বলতে চাই না, তোমাকে কিছু বলতে চাই না,...।
সাইয়িদ রফিকুল হক
২০/০১/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোহন দাস (বিষাক্ত কবি) ২৩/০১/২০২০ভালো লেখা ।
-
আমীন রুহুল ২২/০১/২০২০সুন্দর লিখেছেন
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২২/০১/২০২০গুড